আমরা কোনো দেশের আদেশ মান্য করছি না: পররাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তী সরকার বিদেশি কোনো দেশের আদেশ মান্য করছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, যে কাউন্সিল (উপদেষ্টা) আছে এর মধ্যে কেউ অন্য কারও জন্য বিড (আদেশ মান্য করা) করছেন না। সবাই বাংলাদেশের জন্য বিড করছেন। কেউ অন্য কোনো দেশের জন্য বিড করছেন না।
সোমবার (১২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ বিদেশি কোনো দেশের হাতে কি না- এমন প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাইরের কারও নিয়ন্ত্রণে নেই। যে কাউন্সিল এখন দায়িত্বে আছে আমি কিন্তু এটাকে ‘ক্ষমতার সরকার’ একেবারে ব্যবহার করতে চাই না। এটা একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালন করে আমরা সরে যাবো, এই হলো কথা।
আরও পড়ুন
- নিরাপত্তা নিয়ে রাষ্ট্রদূতদের উদ্বেগ, সমাধানের আশ্বাস উপদেষ্টার
- কারও সঙ্গে খারাপ সম্পর্ক রাখতে চাই না, দিল্লির সহায়তা দরকার
- নির্বাচনের মাধ্যমেই এ সরকার সরে যাবে: পররাষ্ট্র উপদেষ্টা
তৌহিদ হোসেন আরও বলেন, যে কাউন্সিল আছে আমি নিশ্চিত করতে পারি এর মধ্যে কেউ অন্য কারও জন্য বিড করছে না। সবাই বাংলাদেশের জন্য বিড করছে। কেউ অন্য কোনো দেশের জন্য বিড করছে না।
তিনি বলেন, আমার নলেজে যেটা আছে সেটা আমি বলতে পারি। আমার নিজের ব্যাপারে তো নিশ্চয়তা দিতে পারি। কিন্তু আমি যা দেখেছি, আমি মোটামুটি নিশ্চিত কেউ বাইরের কোনো দেশের হয়ে বিড করছেন না।
পররাষ্ট্র উপদেষ্টার কূটনীতিক ব্রিফিংয়ে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া ও জাপানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারসহ প্রায় ৬৪ জনের মতো কূটনীতিক উপস্থিত ছিলেন।
আইএইচআর/এমকেআর/এএসএম