শুক্র ও শনিবার ইন্টারনেট ফ্রি দিচ্ছে গ্রামীণফোন
কোনো ধরনের রিচার্জ কিংবা প্যাক কেনা ছাড়াই ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিয়েছে গ্রামীণফোন। এই সুযোগের আওতায় আজ শুক্রবার ও আগামীকাল শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুরোপুরি বিনামূল্যে ইন্টারনেট ফ্রি পাবেন গ্রামীণফোন গ্রাহকরা।
শুক্রবার (৯ আগস্ট) বিষয়টি গ্রামীণফোনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন:
- ১০ দিন পর ফিরলো মোবাইল ইন্টারনেট, শুরুতেই ধীরগতি
- ৫ জিবি ডাটা ফ্রি পাবেন মোবাইল ইন্টারনেট গ্রাহকরা
- মোবাইল ইন্টারনেটের গতিতে ৬ ধাপ পেছালো বাংলাদেশ
কোম্পানির ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, শুক্র ও শনিবার (৯ ও ১০ আগস্ট) আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি। ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এতে আরও বলা হয়, এই সুবিধা ভোগ করতে কোনো রিচার্জ লাগবে না। তবে এটি শুধু ৯ ও ১০ আগস্টের জন্য প্রযোজ্য হবে।
এসএনআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন সোমবার, প্রার্থীদের যেসব তথ্য জরুরি
- ২ তীব্র শীতে নিউমার্কেটে জমে উঠেছে গরম কাপড়ের বাজার
- ৩ মিয়ানমারে ডিজেল-সিমেন্ট পাচারকালে বঙ্গোপসাগরে নৌকাসহ আটক ১১
- ৪ চট্টগ্রামের টেকসই উন্নয়নে প্রয়োজন নগর সরকার: মেয়র শাহাদাত
- ৫ তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে তামাকবিরোধী জোটের অভিনন্দন