ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকাসহ কয়েক জেলায় ডাকাতি-দোকান লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০৭ আগস্ট ২০২৪

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ এসেছে। মঙ্গলবার (৭ আগস্ট) রাতে রাজধানীর মোহাম্মদপুরসহ আরও কিছু এলাকায় ডাকাতি হয়েছে বলে জানা গেছে।

রাজধানীর মোহাম্মদপুরে খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে বসিলায় দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে এক বাসায় হামলা করে। তারা জোর করে মূল ফটক খুলে বাসায় প্রবেশ করে। এরপর নগদ টাকা ও সোনার গয়না লুট করে।

জানা যায়, মোহাম্মদপুরের নবীনগর, নবোদয় হাউজিং ও ঢাকা উদ্যান এলাকার কয়েকটি বাসায় মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। এছাড়াও কয়েকটি দোকান ভেঙে লুট করা হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন

শুধু মোহাম্মদপুর এলাকা নয়, রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা, বাড্ডা, রামপুরা ও ভাটারা এলাকায় ডাকাতির তথ্য এসেছে।

দেশের বিভিন্ন জেলায়ও ডাকাতির খবর এসেছে। টাঙ্গাইল, নড়াইল ও মানিকগঞ্জের বেশকিছু এলাকায় দোকান লুট, বাসাবাড়িতে হামলা ও লুটপাটের খবর পাওয়া গেছে।

কেএসআর/এমএস