ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পুরান ঢাকার সড়কে ট্রাফিকের দায়িত্ব শিক্ষার্থীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৭ আগস্ট ২০২৪

রাজধানীর পুরান ঢাকায় যানজট নিরসনে কাজ করছেন শিক্ষার্থীরা। কোনো ট্রাফিক পুলিশ না থাকায় সড়কে শৃঙ্খলা নিয়ন্ত্রণের নেমে পড়েছেন বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (৭ আগস্ট) দুপুরে পুরান ঢাকার তাঁতিবাজার, নয়াবাজার ও রায়সাহেব বাজার মোড়ের সড়কে এমন চিত্র দেখা যায়।

সীমিত আকারে চলবে চেম্বার জজ আদালতের কার্যক্রম

সরেজমিনে দেখা যায়, রাজধানীর অন্যতম যানজটপ্রবণ এলাকা পুরান ঢাকা। বুধবারও পুরান ঢাকার কিছু কিছু এলাকায় যানজট সৃষ্টি হতে থাকে। এসময় আশপাশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনে কাজ শুরু করেন।

শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের মতই সিগন্যাল দিয়ে দিয়ে বিভিন্ন অভিমুখের যানবাহন ছেড়ে দিচ্ছেন তারা। এতে ভোগান্তি ছাড়াই যানবাহনগুলো সুশৃঙ্খলভাবে চলাচল করতে দেখা যায়। ফলে এসব এলাকায় কোনো যানজট সৃষ্টি হয়নি।

সীমিত আকারে চলবে চেম্বার জজ আদালতের কার্যক্রম

তাঁতিবাজার মোড়ে যানজট নিরসনে কাজ করছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র অপূর্ব। এ সময় কথা হলে তিনি বলেন, সকাল থেকে এখানে কাজ করছি। সড়কে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছি।

শিক্ষার্থী সুমাইয়া বলেন, আমি রোভার স্কাউটের সদস্য। সকাল থেকে সড়কে শৃঙ্খলা ঠিক রাখার কাজ করছি। দেশ আমাদের। দেশ রক্ষার দায়িত্বও আমাদের।

জেএ/ইএ/এএসএম