ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ফাঁকা পরিকল্পনা মন্ত্রণালয়, দেয়াল থেকে উধাও উন্নয়নের ফিরিস্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০৬ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পাশাপাশি দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ খবর পাওয়ার পরপরই নানা স্থানে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা। সেই আঁচ পড়েছে পরিকল্পনা মন্ত্রণালয়েও।

মঙ্গলবার (৬ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয় ঘুরে এমন চিত্র দেখা যায়। দেখা যায়, পরিকল্পনা মন্ত্রণালয়ে পদ্মা সেতু-মেট্রোরেলেসহ নানা উন্নয়নের ফিরিস্তি সংবলিত বিলবোর্ড ও ব্যানারে অগ্নিসংযোগ করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। এমনকি শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি যেখানে পেয়েছে সেই বিলবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

ফাঁকা পরিকল্পনা মন্ত্রণালয়, দেয়াল থেকে উধাও উন্নয়নের ফিরিস্তি

গেটের পাশের বিশাল ডিজিটাল স্ক্রিন খুলে নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের দেয়ালের চারপাশের দামি উন্নয়নের ফিরিস্তি খুলে নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ে এখন সুনসান নিরবতা। গণপূর্তের কয়েকজন লোকজনকে দায়িত্ব পালন করতে দেখা যায়।

এমওএস/এমএএইচ/জিকেএস