আন্দোলনকারীদের দখলে ঢাকা
লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে রাজধানীর রাজপথ দখলে নিয়েছেন আন্দোলনকারী ছাত্র-জনতা। সোমবার (৫ আগস্ট) দুপুর ২টার পর শাহবাগ, সায়েন্সল্যাব, যাত্রাবাড়ী, রামপুরা, বাড্ডা, খিলগাঁও, মোহাম্মদপুর, মহাখালী, গাবতলীসহ ঢাকার সব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন আন্দোলনকারীদের স্লোগানে উত্তাল। তারা স্লোগানে স্লোগানে সরকারের পদত্যাগ দাবি করছেন।
এদিকে, বিভিন্ন এলাকা দিয়ে আন্দোলনকারী ছাত্র-জনতার স্রোত শাহবাগ অভিমুখে যাচ্ছে। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব রাস্তা খুলে দিয়েছে। তারা আন্দোলনকারীদের কোথাও কোনো বাধা দিচ্ছেন না।
জুলাইয়ের শুরুতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। প্রথম সপ্তাহ রাজধানীর শাহবাগ ঘিরে শান্তিপূর্ণ আন্দোলন চলে। ১৪ জুলাই পুলিশ ও ছাত্রলীগের হামলায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। এরপর দফায় দফায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। সারাদেশে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে আন্দোলন। বাড়তে থাকে প্রাণহানি। অবশেষে সরকার পতনের এক দফা দাবি নিয়ে রাস্তায় নেমে আসে ছাত্র-জনতা।
এএএইচ/এসএনআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ আমরা জনগণের পুলিশ হতে চাই: অতিরিক্ত কমিশনার
- ২ উপসচিব পদে পদোন্নতির কোটা কমানোর প্রস্তাবে ৬৪ ডিসির প্রতিবাদ
- ৩ গুমের সঙ্গে জড়িত সেনা-পুলিশের ২০ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ৪ শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে ৫ কর্মকর্তা নিয়োগ
- ৫ প্রধান উপদেষ্টার সঙ্গে কায়রোতে মালয়েশিয়ার মন্ত্রীর সাক্ষাৎ