ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত বিচার দাবি শিল্পী সমাজের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪১ পিএম, ০২ আগস্ট ২০২৪

দেশব্যাপী ধরপাকড় ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং হত্যার বিচার দাবিতে রাস্তায় নেমেছে শিল্পী সমাজ। কোটা সংস্কার আন্দোলন দমনের নামে সংঘটিত সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ, গ্রহণযোগ্য তদন্ত ও বিচার বাস্তবায়নের দাবি জানিয়েছে তারা।

শুক্রবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোড আবাহনী মাঠের পাশে নিপীড়নবিরোধী শিল্পী সমাজের ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দৃশ্যশিল্পী, আলোকচিত্রশিল্পী, পারফর্মেন্স শিল্পী, সংগীতশিল্পী, কবি, লেখক, গবেষক, স্থপতি এবং শিল্পী সংগঠকরা উপস্থিত ছিলেন।

তাদের দাবিগুলো হলো, আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ জনতার বিরুদ্ধে গণগ্রেফতার ও গণমামলা বন্ধ করে অবিলম্বে আটক ছাত্র-জনতাকে মুক্তি দেওয়া। কারফিউ তুলে নিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় গুণ্ডাবাহিনী মুক্ত করা। কোটা সংস্কার আন্দোলন দমনের নামে সংঘটিত সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ, গ্রহণযোগ্য তদন্ত ও বিচার বাস্তবায়নের লক্ষ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে অবিলম্বে সরকারের পদত্যাগ।

সমাবেশে বক্তারা বলেন, আমরা শিল্পী সমাজের পক্ষ থেকে চলমান রাষ্ট্রীয় অনাচার, অবিচার ও জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো কর্তব্য মনে করি। বহু বছর ধরে বাংলাদেশে গণতান্ত্রিক পরিসর অনুপস্থিত। আমরা রাজনৈতিক অধিকার হারিয়েছি, ভোটাধিকার বঞ্চিত হয়েছি, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সবাক থাকার অধিকার হারিয়েছি। নিবর্তনমূলক আইনের মাধ্যমে মত প্রকাশের অধিকারের রুদ্ধ করা হয়েছে। বহুদিন থেকেই অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার মানুষজন নানারকম সামাজিক ও রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হচ্ছেন।

হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত বিচার দাবি শিল্পী সমাজের

বক্তারা আরও বলেন, আজকে দেশের ক্রান্তিলগ্নে যখন ছাত্রদের কোটা সংস্কারের দাবি ছাত্র-জনতার অভ্যুথানে পরিণত হয়েছে এবং তা দমনের নামে নির্বিচার হত্যাকাণ্ড চলছে তখন শিল্পী সমাজের হয়ে প্রতিবাদ জানানোর সময় হয়েছে। নিপীড়নবিরোধী শিল্পী সমাজ আন্দোলনরত ছাত্র-জনতার সঙ্গে সংহতি জানাতে দল-মত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানাচ্ছি। ন্যায়ের পক্ষে, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে শিল্পী সমাজ এই ঐক্যের স্বরে শামিল হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানায়।

সমাবেশে উপস্থিত ছিলেন, শিল্পী ও লেখক মোস্তফা জামান, আলোকচিত্রশিল্পী ইমতিয়াজ আলম বেগ, সংগীতশিল্পী অরূপ রাহী, সংগীতশিল্পী বিথী ঘোষ, কিউরেটর ও লেখক আমিরুল রাজীব, শিল্পী ও কবি শেহজাদ চৌধুরী, চিত্রশিল্পী শাওন চিশতি, শিল্পী ও কিউরেটর কাজি তাহসিন আগাজ অপূর্ব, আলোকচিত্রশিল্পী রাইয়ান ইসলাম, চিত্রশিল্পী মেহবুবা মাহজাবীন, শিল্পী নুজহাত তাবাসসুম আনন, তানজিম ইনিয়াত, কিউরেটর ও আর্কাইভিস্ট নাঈম উল হাসান প্রমুখ।

টিটি/এসএনআর/জিকেএস