ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বায়তুল মোকাররমে বাড়তি পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:১২ পিএম, ০২ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচিকে কেন্দ্র করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। তারা মসজিদের উত্তর গেটের ভেতরে এবং সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন।

এদিকে কোটা আন্দোলন ঘিরে গণহত্যা, গুম, খুন ও হামলায় জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ কওমি মাদরাসা ছাত্র ঐক্যের ‘ছাত্রবিক্ষোভ’ কর্মসূচিও রয়েছে বায়তুল মোকাররমের উত্তর গেটে।

সরেজমিনে দেখা গেছে, শুক্রবার বেলা ১২টা থেকে পল্টন মোড় থেকে বায়তুল মোকাররমের উত্তর গেটে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। অন্যদিকে শিক্ষার্থীরাও মসজিদের গেটে জড়ো হয়েছেন।

আরএএস/এমএইচআর/জিকেএস