শাহজালালে সোনার বারসহ আটক ১
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে ১০০ গ্রাম ওজনের ৭ সোনার বারসহ একজনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
আটককৃতের নাম ফরিদ মাতবর (৪০)। রোববার রাত পৌনে ১২টার দিকে মালয়েশিয়া থেকে একটি বিমান থেকে নামার পর তাকে আটক করা হয়। নিশ্চিত করেছেন বিমান বন্দর কাস্টমসের সহকারী কমিশনার ফরিদ আল মামুন।
তিনি জানান, মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১৯৬ বিমান রাত ১০টার দিকে শাহজালালে অবতরণ করে। পৌনে ১২টার দিকে লাগেজ নিয়ে বের হয়ে গ্রিন চ্যানেল পাড় হওয়ার চেষ্টা করেন ফরিদ।
এ সময় সন্দেহজনকভাবে তাকে আটক করে ফরিদের জুতার ভেতরে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৭টি স্বর্ণের বার ও ৩৪ গ্রাম স্বর্ণের অলঙ্কার উদ্ধার করে কাস্টমস কর্মকর্তারা।