ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিটিভি ভবন-মেট্রোরেলে সহিংসতার ঘটনায় গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫০ এএম, ২৪ জুলাই ২০২৪

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিটিভি ভবন, মেট্রোরেলসহ বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মো. তারেক রহমানসহ চারজনকে মিরপুর ও বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।

গ্রেফতাররা হলেন- গণঅধিকার পরিষদের যুগ্মা সদস্য সচিব মো. তারেক রহমান (৩১) ও তার সহযোগী মো. সজল মিয়া (২৪), আল ফয়সাল রকি (২৭) ও মো. আরিফুল ইসলাম (৩০)।

র্যাব জানায়, রাজধানীর বিভিন্ন স্থানে হামলা, নাশকতা ও অগ্নিসংযোগে গ্রেফতাররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধবিরোধী ও রাষ্ট্রবিরোধী চক্রের নির্দেশনায় তারা এই হামলা ও নাশকতায় অংশ নেয়। তারা মূলত তারেকের নির্দেশনা ও নেতৃত্বে বিটিভি ভবনসহ, মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনসহ রামপুরা, বাড্ডা, মিরপুরে বিভিন্ন স্থানে নাশকতা ও অগ্নিসংযোগ করে। দেশে ও দেশের বাইরের বিভিন্ন রাষ্ট্রবিরোধী কুচক্রী মহলের সঙ্গে তারেক নিয়মিত যোগাযোগ করতো।

বিটিভি ভবন-মেট্রোরেলে সহিংসতার ঘটনায় গ্রেফতার ৪

মঙ্গলবার (২৩ জুলাই) কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি জানান, গত ৬ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। সাধারণ শিক্ষার্থীদের চলমান এই আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ ও নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে রাজনৈতিক স্বার্থ হাসিলের অপচেষ্টা চালায়।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব ফোর্সেস সড়ক ও আকাশ পথে টহল কার্যক্রম পরিচালনাসহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। চলমান নাশকতা ও সহিংসতায় র্যাবের হেলিকপ্টার টহলের মাধ্যমে বিভিন্ন স্থানে আটকে পড়া আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাধারণ জনগণসহ প্রায় ১০০ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়।

বিটিভি ভবন-মেট্রোরেলে সহিংসতার ঘটনায় গ্রেফতার ৪

এছাড়াও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দুস্কৃতিকারী ও সন্ত্রাসীদের সহিংস হামলা ও আক্রমণ প্রতিহত করতে গেলে দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীদের হামলায় র্যাবের একজন সদস্য গুরুতর আহতসহ প্রায় শতাধিক সদস্য আহত হয় এবং ১৩টি গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে র্যাব।

লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, এরই ধারাবাহিকতায় ২২ জুলাই র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র্যাব-১ এর একটি আভিযানিক দল রাজধানীর মিরপুর ও বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে গণঅধিকার পরিষদের যুগ্মা সদস্য সচিব মো. তারেক রহমানসহ চারজনকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি শটগানের খালি খোসা, দুটি ল্যাপটপ, তিনটি সিপিইউ, একটি হার্ডডিক্স, একটি মডেম, একটি এটিএম কার্ড, চারটি মোবাইল ফোন ও নগদ ১১ হাজার ৮৮৭ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

টিটি/এমআরএম/এমএস