চট্টগ্রামে ১২ যানবাহনকে ৪১ হাজার টাকা জরিমানা
ফিটনেস, রুট পারমিট, লাইসেন্সবিহীন যানবাহন চালানোর অপরাধে চট্টগ্রামে ১২ গাড়িকে ৪১ হাজার দুইশ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে নগরীর বন্দর থানার কাস্টমস মোড় এলাকায় এ অভিযান চালায় বিআরটিএ।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টমেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক পলাশ খীসা, চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আব্দুল মতিন, মো. মেহেদী ইকবাল ও এনামুল হক।
অভিযানে ফিটনেসবিহীন ৩ যানবাহনকে ১৫ হাজার টাকা, রুটপারমিটবিহীন গাড়ি চালনার অপরাধে দুই যানবাহনকে ৮ হাজার টাকা, ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালনার অপরাধে ৩ জনকে ৯ হাজার টাকাসহ আরও চার গাড়িকে ৯ হাজার ২শ টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিআরটিএ থেকে লাইসেন্স না নিয়ে যানবাহন চালানোর অপরাধে ম্যাক্স কোম্পানির একটি ড্রাম ট্রাক ডাম্পিং করার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এমডিআইএইচ/এমআরএম/জেআইএম