ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে ১২ যানবাহনকে ৪১ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ১১:৫২ এএম, ১৭ জুলাই ২০২৪

ফিটনেস, রুট পারমিট, লাইসেন্সবিহীন যানবাহন চালানোর অপরাধে চট্টগ্রামে ১২ গাড়িকে ৪১ হাজার দুইশ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে নগরীর বন্দর থানার কাস্টমস মোড় এলাকায় এ অভিযান চালায় বিআরটিএ।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টমেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক পলাশ খীসা, চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আব্দুল মতিন, মো. মেহেদী ইকবাল ও এনামুল হক।

অভিযানে ফিটনেসবিহীন ৩ যানবাহনকে ১৫ হাজার টাকা, রুটপারমিটবিহীন গাড়ি চালনার অপরাধে দুই যানবাহনকে ৮ হাজার টাকা, ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালনার অপরাধে ৩ জনকে ৯ হাজার টাকাসহ আরও চার গাড়িকে ৯ হাজার ২শ টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিআরটিএ থেকে লাইসেন্স না নিয়ে যানবাহন চালানোর অপরাধে ম্যাক্স কোম্পানির একটি ড্রাম ট্রাক ডাম্পিং করার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এমডিআইএইচ/এমআরএম/জেআইএম