চট্টগ্রামে বিক্ষোভ শুরু, জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
চট্টগ্রামের ষোলশহর রেল স্টেশনে জড়ো হয়ে নিজেদের দাবির পক্ষে স্লোগান দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী, সোমবার (১৫ জুলাই) বিকেল তিনটা থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর দুইটা থেকে শহরে অবস্থান করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অন্তর্ভুক্ত সাত কলেজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নগরের ষোলশহর স্টেশনে জমায়েত হতে শুরু করেন।
আরও পড়ুন
- রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা, মাঠ না ছাড়ার ঘোষণা
- বিজয় একাত্তর হলে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ
- নতুন বাজারে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত রাফিকে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে নানান স্লোগান দিচ্ছেন তারা।
স্লোগানে তারা বলছেন, ‘তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’ ‘হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না’ ‘দফা এক, দাবি এক, কোটা নট কাম ব্যাক’।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়ের আহমেদ বলেন, শহরে বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য শিক্ষার্থীরা শাটলে উঠলেও ছাত্রলীগ রেলের চাবি নিয়ে গেছে, সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, সমন্বয়ক রাফি ভাইকে তুলে নিয়ে গেছে। এর দায় ছাত্রলীগকে নিতে হবে। প্রশাসনের সামনে এই ঘটনা ঘটলেও তারা নীরব ভূমিকা পালন করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অতি দ্রুত রাফি ভাইকে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছি।
এমআরএম/এমএস