‘রাজাকারের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ স্লোগানে উত্তাল শাহবাগ
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে রোববার দিনগত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এসময় তারা ‘তুমি কে আমি কে- রাজাকার রাজাকার’, ‘এই বাংলার মাটি- রাজাকারের ঘাঁটি’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এর প্রতিবাদে রাজধানীর শাহবাগে অবস্থান নেন মুক্তিযোদ্ধার সন্তানেরা। তারাও ‘রাজাকারের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ মোড়।
আরও পড়ুন
- মধ্যরাতে উত্তাল সব পাবলিক বিশ্ববিদ্যালয়
- ‘রাজাকার’ স্লোগানে ২ শিক্ষার্থীকে হলে আটক, মধ্যরাতে উত্তপ্ত জাবি
মুক্তিযোদ্ধার সন্তানেরা স্লোগান দেন- ‘রাজাকারের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘জামায়াতের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘রাজাকারের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘তুমি কে আমি কে- বাঙালি বাঙালি’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা’।
মধ্যরাতে সেখানে গিয়ে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শাহবাগে জড়ো হয়েছেন মুক্তিযোদ্ধার সন্তানেরা।
সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কীভাবে নিজেদের প্রকাশ্যে ‘রাজাকার’ দাবি করছেন, সেটি নিয়েও প্রশ্ন তোলেন শাহবাগে আন্দোলনরত মুক্তিযোদ্ধার সন্তানেরা।
টিটি/এমকেআর