ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্ত্রীর মামলা

দুই বছর পর এএসপি লিয়াকতের বরখাস্তের আদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:০৮ পিএম, ১৪ জুলাই ২০২৪

স্ত্রীর করা মামলায় ২০২১ সালে বরখাস্ত হয়েছিলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. লিয়াকত আকবর। সাময়িক বরখাস্তের দুই বছর পর লিয়াকত আকবরের বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা।

রোববার (১৪ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ জানায়, সচিব মো. জাহাংগীর আলিমের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাবেক সহকারী পুলিশ সুপার মো. লিয়াকত আকবরের প্রজ্ঞাপনমূলে সাময়িকভাবে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকাল কর্তব্যকাল হিসেবে গণ্য হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

টিটি/এমআইএইচএস/এমএস