দেশীয় গাছের বাগান করে কর্ণফুলীর বুকে দ্বীপ রক্ষার উদ্যোগ
কর্ণফুলীর বুকে ১০৫ একরের বাকলিয়া চরে (দ্বীপ) দেশীয় গাছের বাগান সৃজনের উদ্যোগ নিয়েছেন চট্টগ্রামের পরিবেশ কর্মীরা। শনিবার (১৩ জুলাই) বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছের চারা রোপণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।
দ্বীপে লাগানো বৃক্ষগুলোর মধ্যে রয়েছে দেশীয় প্রজাতির জাম, জামরুল, চাপালিশ, কদম, গর্জন, নিম প্রভৃতি। আগামী সপ্তাহে এই দ্বীপে শতাধিক খেজুর গাছ এবং পরে তাল ও কেওড়া গাছ লাগানোর মাধ্যমে এই দ্বীপে প্রাকৃতিক বন তৈরির লক্ষ্য তাদের।
আগামী একমাস ধরে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।
সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলন, চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন, সৃষ্টি, রোটারি ক্লাব অব চিটাগাং হিল টাউন, অগ্নি বিনা পাঠাগার যৌথভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক আলীউর রহমান বলেন, এই দ্বীপটি কর্ণফুলীর বুকে একটি সুন্দর সবুজের সমারোহ। দ্বীপটিতে এমনিতেই দেশীয় প্রজাতির অনেক বৃক্ষ টিকে আছে। এখন পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা হলে এটা নদীর মাঝখানে একটি সুন্দর বাগান হবে। এই চরে চসিক ও স্থানীয় সরকার মন্ত্রণালয় বর্জ্য শোধনাগার স্থাপনের যে পরিকল্পনা করছে তা কিছুতেই বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন গ্রিন ফিংগার্স-এর কো-ফাউন্ডার আবু সুফিয়ান, রিতু পারভিন, আবৃত্তিশিল্পী দিলরুবা খানম ছুটি, রোটারিয়ান জি এম মামুন, লেখিকা রেহেনা মাহমুদ, মোহসেনা ঝর্ণা, শ্রমিক নেতা নুরুল হুদা, আবদুর রহিম প্রমুখ।
এএজেড/এমএইচআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা