ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কোটাবিরোধী আন্দোলন

শাহবাগের অবস্থানে যুক্ত হয়েছেন জগন্নাথের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১১ জুলাই ২০২৪

কোটাবিরোধী আন্দোলনের কর্মসূচিতে শাহবাগ মোড়ে যুক্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে শাহবাগে মোড়ে অবস্থান করছেন তারা।

এসময় ঢাবির শিক্ষার্থীরা হাততালি দিয়ে তাদের অভিবাদন জানান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চলছে। এবং সেখানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে বেলা ৪টা থেকেই শাহবাগ মোড়ের বিভিন্ন স্থানে তাদের সতর্ক অবস্থানে দেখা গেছে। এসময় শাহবাগ-বাংলামোটর সংলগ্ন রোডে পুলিশ ব্যারিকেড দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরএএস/এমআইএইচএস/জিকেএস