ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ০৯ জুলাই ২০২৪

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন আদাবর এলাকায় মশক নিধন অভিযানে তিনটি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে ৩০ নম্বর ওয়ার্ডের আওতাধীন আদাবর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম মশক নিধন পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে বাসা-বাড়ি, বাণিজ্যিক ভবন ও নির্মানাধীন ভবনে, ফাঁকা প্লটে মশক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৩টি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় তিনটি মামলায় মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া মিরপুরের রুপনগর আবাসিক এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসান। অভিযানকালে ৩টি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ৩ বাড়ির মালিককে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অন্যান্য অঞ্চলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন এবং সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা ডিএনসিসির ১০টি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করে এবং মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন।

এমএমএ/এমআইএইচএস/এমএস