কাভার্ডভ্যানের গোপন চেম্বারে ঢাকায় নেওয়া হচ্ছিল ৬৫ হাজার ইয়াবা
কাভার্ডভ্যানের লোহার পাটাতনের গোপন চেম্বারে করে কক্সবাজার থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল ইয়াবা। এসময় কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে ৬৫ হাজার ৫০০ ইয়াবা জব্দ করে পুলিশ।
সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজার সামনে এ তল্লাশি চালানো হয়। এসময় চালক মো. ইসলাম (৩৮) ও হেলপার মো. হাবিবকে (২৮) গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) পুুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) শেখ সাব্বির হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানটি থেকে ইয়াবা জব্দ করা হয়েছে। মূলত চালক হেলপারই আসল মাদক কারবারি। তাদের বিরুদ্ধে আগেও দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে জানান এডিসি শেখ সাব্বির।
এমডিআইএইচ/এসআইটি/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ ১৮ বছর পর দেশে ফিরলেন রবিউল, বাবাকে ছুঁয়ে দেখলো তিন সন্তান
- ২ গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসা জরুরি
- ৩ সাবেক মুখ্যসচিব তোফাজ্জলের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে
- ৪ পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পটে রূপ দিতে চাই
- ৫ সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র: জাতীয় নাগরিক কমিটি