ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘একেতো কোটার বাঁশ-তার ওপরে প্রশ্নফাঁস’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ০৮ জুলাই ২০২৪

কোটাবিরোধী আন্দোলনে সড়ক অবরোধ করে ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার পাশাপাশি সড়কে বিভিন্ন ধরনের ‘গ্রাফিতি’ আঁকছেন আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) বিকেল থেকেই শাহবাগ মোড়সহ বিভিন্ন সড়ক ঘুরে এমন দৃশ্য দেখা যায়।

দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নেতৃত্বে বিভিন্ন গ্রাফিতি আঁকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘একেতো কোটার বাঁশ-তার ওপরে প্রশ্নফাঁস’, ‘আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’, ‘বৈষম্যের কোটা বাতিল করো’, ‘কোটা নয়, মেধার মুল্যায়ন করো’সহ কোটাবিরোধী বিভিন্ন স্লোগান ও প্রতিবাদী গ্রাফিতি আঁকেন।

আরও পড়ুন

চারুকলা অনুষদের শিক্ষার্থী মৌরি মুনিয়া বলেন, আমাদের আন্দোলন মেধাবী শিক্ষার্থীদের আন্দোলন। আমরা শুধু চিল্লা-চিল্লি করে গলা ফাটিয়ে আমাদের দাবি আদায় করতে চাই না। আমরা সরকারকে দেখাতে চাই আমরাও মেধাবী। আমরা আঁকতে জানি, গাইতে জানি। প্রতিবাদের সব ভাষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে। শিক্ষার্থীদের থামানোর একমাত্র উপায় তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া।

এদিকে বিকেল থেকেই দ্বিতীয় দিনের বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে শাহবাগসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

এমএইচএ/এমআইএইচএস/এমএস