কোটাবিরোধী আন্দোলন
সড়ক অবরোধ করে ক্রিকেট-ফুটবল-লুডু খেলছেন শিক্ষার্থীরা
সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীতে টানা দ্বিতীয় দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চলছে। বিকেল থেকে শাহবাগ, সায়েন্সল্যাব, বাংলামোটরসহ ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবরোধ করে এ কর্মসূচি পালন করছেন কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (৮ জুলাই) বিকেল থেকে দ্বিতীয় দিনের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরুর পর রাজধানীর বিভিন্ন সড়ক কার্যত অচল হয়ে পড়েছে। অবরুদ্ধ বিভিন্ন সড়কে তাস, লুডু, ক্রিকেট ও ফুটবল খেলে সময় কাটাতে দেখা গেছে আন্দোলনকারীদের।
বিকেলে সরেজমিনে শাহবাগ মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, মিন্টু রোড, সায়েন্সল্যাব ও বাংলামোটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে গিয়ে এমন দৃশ্যই দেখা যায়।
আরও পড়ুন
- কোটাবিরোধীদের দখলে শাহবাগ, যান চলাচল বন্ধ
- শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে অচল সায়েন্সল্যাব মোড়
সেসব স্থানে গিয়ে দেখা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীরা ব্যাট-বল হাতে আলাদা আলাদা দলে ভাগ হয়ে কেউ শর্টপিচ, কেউ শর্টবার ফুটবল আবার কেউ কেউ সড়কে বসে লুডু খেলছেন। তাদের মাথায় বাঁধা কোটা বাতিলের স্লোগান, অনেকের পাশে রাখা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড।
অবরোধকারী শিক্ষার্থী তাসনিম আহমেদ জানান, সরকারি চাকরিতে যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে আমাদের এ আন্দোলন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা পুরো ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সব পয়েন্ট অবরোধ করেছি। কেউ স্লোগান দিচ্ছেন, কেউ এর মাঝেও পড়াশোনা করছেন। আমরা লুডু খেলছি। অবরোধ দীর্ঘ সময় চলবে, এজন্য যে যেভাবে পারি সময় কাটাচ্ছি।
এদিকে, শিক্ষার্থীদের অবরোধের মুখে গতকালের মতো আজও ঢাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ। এতে তৈরি হয়েছে তীব্র যানজট। ভোগান্তি পোহাতে দেখা গেছে নগরবাসীকে।
গতকাল রোববার শাহবাগসহ রাজধানীর ব্যস্ততম পয়েন্টে টানা চার ঘণ্টা অবরোধের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন। জানানো হয়, সোমবারও বিকেল সাড়ে ৩টা থেকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করবেন তারা।
আরও পড়ুন
শিক্ষার্থীরা গত শনিবার (৬ জুলাই) শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে সারাদেশে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান, মহাসড়ক অবরোধ করার ঘোষণা দেন। এ কর্মসূচিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘বাংলা ব্লকেড’ হিসেবে ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় রোববার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা চার ঘণ্টা ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রথম দিনের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেন তারা।
এমএইচএ/এমকেআর/এমএস