ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মিরপুরে বাসের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২৯ এএম, ০৮ জুলাই ২০২৪

রাজধানীর মিরপুর-১ এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় বিল্লাল হোসেন (৪০) নামের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।

রোববার (৭ জুলাই) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত বিল্লালের স্ত্রী বানু আক্তার বলেন, আমার স্বামী পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। দুপুরে মিরপুরে একটি সেলুন থেকে চুল কাটিয়ে বাসায় ফেরার পথে মিরপুর-১ নম্বরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে পথচারীরা উদ্ধার করে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার খাসমহল বালুরচর এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি অবগত করা হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

কাজী আল আমীন/এমএইচআর