ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০৬ জুলাই ২০২৪

রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকার একটি ভুসির কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ দুলাল মিয়া (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা কারখানার ম্যানেজার মোহাম্মদ মাকসুদ জানান, কারখানার মেশিনে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন দুলাল মিয়া। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুলালের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। বর্তমানে ডেমরা আমুলিয়া মডেল টাউন এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কাজী আল আমিন/এসআইটি/এএসএম