ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ১২:৩০ পিএম, ০৪ জুলাই ২০২৪

রাজধানীর মিরপুরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. জাকারিয়া (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় জাকারিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

ওই ভবনের আরেক শ্রমিক মো. জালাল জানান, সকালে মিরপুর-১১ নম্বরে নির্মাণাধীন একটি ভবনের দোতলায় কাজ করছিলেন তারা। এ সময় জাকারিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

তিনি আরও জানান, নিহত জাকারিয়া পটুয়াখালীর বাউফল উপজেলার নেসার উদ্দিনের ছেলে। তিনি মিরপুরে নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/ইএ/এএসএম