ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২৫ হাজার ইয়াবা নিয়ে গাজীপুর যাওয়ার পথে চালকসহ স্বামী-স্ত্রী ধরা

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ১২:৫২ এএম, ০৪ জুলাই ২০২৪

২৫ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে প্রাইভেটকারে গাজীপুর যাচ্ছিল মাদক কারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চট্টগ্রাম মহানগরীর লালদীঘি পাড় এলাকা থেকে চালকসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা-পুলিশ। বুধবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে তাদের প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন প্রাইভেটকার চালক ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন কাচিঝুলি ইটাকল গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. শাহজাহান মিয়া (৩৭), কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মৌলভী পাড়া গ্রামের মো. সুলতান আহমদের ছেলে মো. আবুল কালাম এবং তার স্ত্রী ফাতেমা বেগম (৪৩)।

অভিযানে অংশ নেওয়া কোতোয়ালি থানার এস আই মুহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, প্রাইভেটকারে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রাম নগরী হয়ে গাজীপুর যাচ্ছিল-এমন গোপন সংবাদের ভিত্তিতে লালদীঘি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ইয়াবা জব্দ করা হয়। এসময় এসব ইয়াবা চালানের সঙ্গে জড়িত প্রাইভেটকার চালক ও দুই যাত্রী স্বামী-স্ত্রীকে আটক করা হয়।

গ্রেফতাররা পরস্পর যোগসাজশ করে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে গাজীপুর যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

এমডিআইএইচ/এমআইএইচএস