ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মোবাইলে কথা বলার সময় লিফটের ফাঁকা দিয়ে পড়ে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ১২:৩৫ এএম, ০২ জুলাই ২০২৪

রাজধানীর দনিয়ায় নির্মাণাধীন এক ভবনে মোবাইল ফোনে কথা বলার সময় লিফটের জন্য রাখা ফাঁকা অংশ দিয়ে পড়ে এক যুবক মারা গেছেন। মো. ওসমান মোল্লা নামের ২২ বছর বয়সী ওই যুবক পর্দা সেলাইয়ের কাজ করতেন।

সোমবার (১ জুলাই) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

ওসমানের বন্ধু ইসমাইল হোসেন জানান, সন্ধ্যায় দনিয়া এলাকায় এক বন্ধুর বাসায় বেড়াতে যান ওসমান। পরে বন্ধুর বাসার নির্মাণাধীন ৪ তলার ছাদে লিফটের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় লিফটের ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে যান। এরপর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ওসমান যশোর জেলার সদর উপজেলার বক্তার হুশতলা গ্রামের মো. হাফিজুল মোল্লার সন্তান। কর্মসূত্রে রাজধানীর দনিয়া এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর