ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নদীতে গোসল করতে নেমে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ১০:০৩ এএম, ২৯ জুন ২০২৪

রাজধানীর রূপনগরের বেড়িবাঁধ এলাকায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়ামিন (১৩) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন জানান, খবর পেয়ে রূপনগর বেড়িবাঁধ এলাকা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ইয়ামিনের ভাই আব্দুল মতিন জানান, রূপনগর আবাসিক এলাকায় থাকেন তারা। ইয়ামিন মাদরাসায় পড়াশোনা করতো। দুই ভাই ও এক বোনের মধ্যে ইয়ামিন সবার ছোট।

কাজী আল আমিন/এসএনআর/এএসএম