ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রেড ক্রিসেন্ট যুব প্রধান সম্মেলন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশিত: ০৯:১৬ পিএম, ২৭ জুন ২০২৪

১৬তম রেড ক্রিসেন্ট যুব প্রধান সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে আয়োজিত সম্মেলনে সারাদেশে সোসাইটির ৬৮ ইউনিট ও জাতীয় সদর দপ্তরসহ ৬৯ জন যুব প্রধান অংশগ্রহণ করেন।

দুই দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের প্রতিনিধি অর্থনৈতিক ও সংস্কৃতি বিষয়ক দূতাবাস প্রধান আব্দুল্লাহ খালেদ আলাসমি।

যে কোনো দুর্যোগে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সাহসিকতার সঙ্গে মানবিক কার্যক্রম পরিচালনা করছে উল্লেখ করে যুব প্রধান সম্মেলনের প্রধান অতিথি বলেন, দূরদর্শী ও দক্ষ যুব নেতৃত্বই সোসাইটির মূল চালিকাশক্তি যুব স্বেচ্ছাসেবকদের মানবিক কার্যক্রম পরিচালনায় সঠিক দিকনির্দেশনা দিচ্ছে। দেশের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যুবরা আমাদের গর্বিত করছে।

এসময় আব্দুল্লাহ খালেদ সৌদি রাষ্ট্রদূতের পক্ষ থেকে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের শুভেচ্ছা জানান।

রেড ক্রিসেন্ট যুব প্রধান সম্মেলন অনুষ্ঠিত

সম্মেলনের সেশনগুলোতে জলবায়ু পরিবর্তন ও অভিযোজনে তরুণ নেতৃত্বের করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়াও যুব নেতৃত্ব, যুব ও স্বেচ্ছাসেবক নীতিসহ যুব উন্নয়নের বিভিন্ন বিষয়গুলোও গুরুত্ব পায়। মূলত মানবিক কর্মকাণ্ড সম্পর্কে জ্ঞান বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন অভিযোজন কার্যক্রমে টেকসই অবদান রাখে এমন উদ্যোগের সুযোগ সহজতর করা এবং যুব রেড ক্রিসেন্ট সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে দেশব্যাপী ৮০ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানোর সুযোগ খুঁজে বের করতেই আয়োজন করা হয় এবারের সম্মেলনের।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, বর্তমান ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হেলাল, ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরাএবং ঢাকা শিক্ষাবোর্ডের উপসচিব খান খলিলুর রহমান। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, বিভিন্ন বিভাগের পরিচালক, আইএফআরসির হেড অব ডেলিগেশন আলবার্তো বোকানেগ্রা সহ সোসাইটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

যুব প্রধান সম্মেলনের উদ্বোধন শেষে বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

কেএসআর/জেআইএম