মৎস্য চাষ ও সি-ফুড বিষয়ে আন্তর্জাতিক প্রদর্শনী ১৭ জুলাই থেকে
তিন দিনব্যাপী মৎস্য চাষ ও সি-ফুড বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হবে ১৭ জুলাই।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সলিডারিডাড এশিয়া নেটওয়ার্ক, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ( বিডা) এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন>
এ উপলক্ষে বুধবার (২৬ জুন) মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সদস্য মোহসিনা ইয়াসমিন।
জানা গেছে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ৩৫ টি দেশের ১০০টি প্রদর্শনী এবং প্রায় ১০ হাজার অতিথি অংশগ্রহণ করবেন।
এনএইচ/এসআইটি/এএসএম