পররাষ্ট্রমন্ত্রী
তিস্তার পানি নিয়ে আলোচনায় ভারতের কারিগরি দল আসা খুবই ইতিবাচক
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তিস্তা একটি বড় প্রকল্প। সেটি নিয়ে আলোচনার জন্য ভারতের কারিগরি দল আসতেই হবে। কারিগরি দল আসা খুবই ইতিবাচক।
রোববার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনা করতে ভারতের কারিগরি দল আসবে, এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তিস্তা একটি বড় প্রকল্প। সেটা নিয়ে তাদের কারিগরি দল আসতেই হবে। আর কারিগরি দল আসা খুবই ইতিবাচক।’
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি আরবে আমি মূলত হজ করতে গিয়েছিলাম। যেহেতু আমাকে রয়েল প্রটোকল দেওয়া হয়েছিল, যাদের এ প্রটোকল দেওয়া হয়েছিল, তাদের সবাইকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন সৌদি যুবরাজ। তিনি তাদের সবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আমি তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছি। তিনি বলেছেন ‘ইনশাআল্লাহ’। হজ পালন করতে গিয়েছি বলে অন্য কোনো আলোচনা হয়নি।’
আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের এখনো স্বাধীনতাবিরোধী অপশক্তিকে মোকাবিলা করতে হয়। এটা নিশ্চয়ই অপ্রাপ্তির একটি অংশ। এখনো বাংলাদেশে আমরা দেখতে পাই, মাঝে মধ্যে স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তি ফণা তুলে দাঁড়ায়। এটিও আমাদের জন্য অপ্রাপ্তির একটি অংশ। দেশ আরও এগিয়ে যেতো, যদি সাংঘর্ষিক রাজনীতি না থাকতো।’
আইএইচআর/এমএএইচ/জিকেএস