ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সিলেটে ভারী বৃষ্টি, খুলনা-বরিশালে বইছে তাপপ্রবাহ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ১৭ জুন ২০২৪

চলছে বর্ষার প্রথম মাস আষাঢ়। দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগে হচ্ছে অতিভারী বৃষ্টি। কিছুটা বৃষ্টি রয়েছে দেশের উত্তরের রংপুর, দক্ষিণ-পূর্বের চট্টগ্রাম ও মধ্যাঞ্চলের ঢাকা ও ময়মনসিংহ বিভাগেও। তবে গত কিছুদিন ধরেই প্রায় বৃষ্টিহীন দক্ষিণাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগ। বৃষ্টি নেই রাজশাহীতেও।

টানা ভারী বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে সিলেট অঞ্চলের মানুষ। বৃষ্টিতে বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ায় সোমবার (১৭ জুন) ঈদুল আজহার দিন অত্যন্ত কষ্ট কেটেছে এ অঞ্চলের মানুষের। আগামী কয়েক দিন সিলেটে বৃষ্টির এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

তবে বৃষ্টিহীনতায় খুলনা ও বরিশাল বিভাগের মানুষ ভুগছে দাবাদাহে। গত কিছুদিন ধরে বৃষ্টি নেই এই দুই বিভাগে। তাপমাত্রা খুব বেশি না হলেও জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম চরম আকার ধারণ করেছে উপকূলীয় অঞ্চলে। বসে থেকেও দরদর ঘামছেন বরিশাল ও খুলনার লোকজন। ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠেছে এ দুই অঞ্চলের মানুষের।

যদিও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা ও বরিশালেও মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হতে পারে। পরবর্তী দিনগুলোতে সারাদেশেই বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।

রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৮৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। বরিশাল, খুলনা ও রাজশাহী ছাড়া অন্য বিভাগগুলোতেও কমবেশি বৃষ্টি হয়েছে।

সিলেটে ভারী বৃষ্টি, খুলনা-বরিশালে বইছে তাপপ্রবাহ

আজ সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায়, ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

আরও পড়ুন

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, খুলনা বিভাগসহ পটুয়াখালী, ভোলা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

আগামীকাল মঙ্গলবার থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

আলোচ্য সময়ে তাপমাত্রা কমে বিভিন্ন জায়গা থেকে তাপপ্রবাহ দূর হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আরএমএম/কেএসআর/এমএস