ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিনিময় বাসচাপায় নিহত ওই ব্যক্তির পরিচয় মিললো, চালক-হেলপার আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৫ জুন ২০২৪

রাজধানীর বনানীতে বিনিময়ে পরিবহনের বাসচাপায় নিহত মোটরসাইকেল চালকের নাম-পরিচয় জানা গেছে। নিহতের নাম আক্কাস (৫৫)। তার বাড়ি বগুড়া জেলায়। তিনি এসকিউ ক্যাবলস নামের বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

এ ঘটনায় বাসটির চালক ও হেল্পারকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, বিনিময় পরিবহন বাস ট্রাফিক সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে চালিয়ে পেছন থেকে একটি বাইককে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে মোটরসাইকেল চালক আক্কাস বাসের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আক্কাস এক সময় সরকারি চাকরি করতেন। পরে তিনি এসকিউ ক্যাবলস নামের বেসরকারি একটি প্রতিষ্ঠানে যোগ দেন। এ ঘটনায় বাসচালক ও হেলপারকে আটক করা হয়েছে।

এর আগে বনানী থানার ওসি কাজী সাহান জানান, মোটরসাইকেলটি বনানীর ২৭ নম্বর থেকে ইউটার্ন নিয়ে উত্তরার দিকে যাচ্ছিল। হঠাৎ বিনিময় পরিবহনের বাসটি মোটরসাইকেলকে চাপা দিয়ে কিছুদূর নিয়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।

টিটি/এমআইএইচএস/জেআইএম