ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ট্রেনে ঈদযাত্রা: ২৪ জুনের ফিরতি টিকিট মিলবে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৩ জুন ২০২৪

ঈদুল আজহা সামনে রেখে গত সোমবার থেকে ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে৷ আগামীকাল শুক্রবার (১৪ জুন) যারা টিকিট কিনবেন তারা আগামী ২৪ জুন ভ্রমণ করতে পারবেন৷ যাত্রীদের শতভাগ টিকিট অনলাইনে কিনতে হচ্ছে৷

শুক্রবার সকাল ৮টায় অনলাইনে ২৪ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে৷ এদিনই ট্রেনের ঈদ-পরবর্তী ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শেষ হবে৷

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় বিক্রি শুরু হবে৷ আর পূর্বাঞ্চলে চলাচলরত সব ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে৷

একজন যাত্রী ঈদযাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং সর্বাধিক ৪টি আসনের টিকিট কিনতে পারবেন৷ একজন যাত্রীর সর্বোচ্চ ৪টি টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম উল্লেখ করার ব্যবস্থা থাকবে৷

ঈদযাত্রার টিকিট রিফান্ড করা যাবে না৷ টিকিট কালোবাজারি প্রতিরোধে প্রতিবার টিকিট কেনার সময় নিবন্ধনকৃত মোবাইল নম্বরে ওটিপি পাঠানোর ব্যবস্থা করা হবে৷

এনএস/এমকেআর/জেআইএম