ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাত থেকেই পশুর হাট জমে উঠবে, আশা ব্যাপারী-হাট কমিটির

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:১১ পিএম, ১৩ জুন ২০২৪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর হাটগুলোতে এরই মধ্যে কোরবানির পশু তুলেছেন দেশের বিভিন্ন প্রান্তের ব্যাপারীরা। প্রতিদিনই গরু-ছাগল নিয়ে হাটে আসছেন ব্যাপারীরা। তবে হাটগুলোতে এখনো জমে ওঠেনি কেনাবেচা। বলতে গেলে এখনো দরদামের মধ্যেই সীমাবদ্ধ। মাঝে মাঝে দু’একজন করে ক্রেতা আসছেন। বিক্রিও হচ্ছে তবে তা চোখে পড়ার মতো না। এ অবস্থায় বিক্রেতা ও হাট কমিটির আশা, আজ রাত থেকেই হাটগুলো জমে উঠবে।

বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর শাহজাহানপুর ও মেরাদিয়া হাট ঘুরে দেখা যায়, ব্যাপারীদের কেউ কেউ পশুর যত্ন নিতে ব্যস্ত। অনেকেই আবার অলস সময় কাটাতে পাশের জনের সঙ্গে গল্প করছেন। কেউবা বেচাবিক্রির পরিস্থিতি নিয়ে পরিবারের সঙ্গে মোবাইলে কথা বলছেন।

মেরাদিয়া বাজারে কথা হয় ব্যাপারী আইনাল হোসেনের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ‘গত রাত এবং আজ সকালে হাটে ক্রেতা এসেছেন, গরুও দেখেছেন। তাদের পছন্দের কথা বলেছেন। তবে বাসা-বাড়িতে জায়গা স্বল্পতার কারণে আগেই কিনতে চাচ্ছেন না তারা। আশা করছি, আজ বিকেল বা রাতের মধ্যেই জমে বেচাবিক্রি উঠবে।’

আরও পড়ুন

হাটের পরিস্থিতি নিয়ে শাহজাহানপুর বাজারের গরু বিক্রেতা এসকেন বলেন, ‘এখন পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যায় ক্রেতা আসেননি। গত রাতে কয়েকজন এসেছিলেন, তাও খুবই কম। আশা করছি আজ রাত থেকেই বাজার জমজমাট হয়ে উঠবে। দামও ভালো পাওয়া যাবে।’

রাত থেকেই পশুর হাট জমে উঠবে, আশা ব্যাপারী-হাট কমিটির

ব্যাপারীদের সঙ্গে একমত পোষণ করছে হাট-কমিটিও। শাহজাহানপুর হাট-কমিটির সদস্য পনির বলেন, ‘আজ থেকে সরকারি ছুটি শুরু হয়ে যাচ্ছে। ক্রেতারা আজ রাত থেকেই হাটে নামতে পারেন। আজ সকাল থেকেও কিছু কিছু করে ক্রেতা আসছেন, ঘুরে ঘুরে দেখছেন পছন্দের গরু-ছাগল।’

এবার ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ২০টি কোরবানির পশুর হাট বসেছে। এর মধ্যে সারুলিয়া স্থায়ী হাটসহ দক্ষিণ সিটিতে ১১টি এবং গাবতলীর স্থায়ী হাটসহ উত্তর সিটিতে ৯টি হাট বসেছে। হাটগুলোতে ক্রেতা-বিক্রেতার নিরাপত্তায় তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবীসহ ইজারাদাররা।

ইএআর/ইএ/জিকেএস