ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় সংসদে সালমা ইসলামের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১২ জুন ২০২৪

খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টি️র এমপি সালমা ইসলাম।

বুধবার (১২ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ️বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সালমা ইসলাম বলেন, ঋণ খেলাপি কারা তা সরকার নিশ্চয়ই জানেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। ঋণ খেলাপি ও অর্থ️ পাচারকারীদের বিদ্যুৎ পানিসহ সব ধরনের সার্ভি️স বন্ধ করে দেওয়া দরকার।

একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব দুর্নীতিবাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন বলেও মন্তব্য করেন সালমা ইসলাম।

এমপি গোলাম কিবরিয়া টিপু ব্যাংক লুটেরাদের চিহ্নিত করে তাদের কাছ থেকে অর্থ️ আদায় করার দাবি জানান।

তিনি বলেন, মুদ্রা পাচারকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কিশোর গ্যাং নিয়ে বর্ত️মানে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে জরুরি ভিত্তিতে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানাই।

আইএইচআর/এমএইচআর/জিকেএস