ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শাহীন যুক্তরাষ্ট্রে, বাংলোবাড়ির পাহারায় জার্মান শেফার্ড

তৌহিদুজ্জামান তন্ময় | ঝিনাইদহ থেকে ফিরে | প্রকাশিত: ১২:২৮ পিএম, ১০ জুন ২০২৪

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীন। নৃশংস এ হত্যাকাণ্ডের পর সামনে আসে শাহীনের বাগানবাড়ি। সেখানে এমপি আনারও একাধিকবার গেছেন বলে জানা যায়। যুক্তরাষ্ট্রে বসেই শতাধিক সিসি ক্যামেরায় বাড়িতে চোখ রাখেন আনারের এই ঘনিষ্ঠ বন্ধু। আর বাড়ির পাহারায় দায়িত্ব পালন করে তিন জার্মান শেফার্ড।

কোটচাঁদপুর শহর থেকে সাড়ে ৫ কিলোমিটার দূরে এলাঙ্গী গ্রামের নির্জন মাঠ। হাতের ডান পাশে গ্রামের ভেতর দিয়ে প্রায় আধা কিলোমিটার যাওয়ার পর মহাসড়ক থেকে সরু পাকা রাস্তা দুই ভাগ। মাঠ পেরিয়ে চারপাশে জঙ্গল, কাঁটাতার ও ফুলেঘেরা বেড়া। ভেতরের আমবাগানের এক প্রান্তে বিলাসবহুল দ্বিতল বাড়ি, যা দূর থেকে দেখে বোঝার উপায় নেই। বাড়ির দ্বিতীয় তলার বেশিরভাগই কাচঘেরা। ঝুলছে বড় বড় পর্দা। আশপাশে কয়েক কিলোমিটার জুড়ে আর কোনো বাড়ি নেই।

শাহীনের বাংলোবাড়ির গেটশাহীনের বাংলোবাড়ির গেট

দেশে এলে বাংলোবাড়িতে থাকেন শাহীন

বছর তিনেক আগে কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামে প্রায় ৩০ বিঘা জমির ওপর গড়ে তোলেন দোতলা এই বাংলো। যুক্তরাষ্ট্র থেকে দেশে এসে এই বাড়িতেই থাকেন শাহীন। সে সময় বিলাসবহুল গাড়িতে করে প্রভাবশালী লোকজনের আনাগোনা থাকে বাংলোয়। তবে কারা, কেন, কোথা থেকে আসেন, তা নিয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি স্থানীয়রা।

সম্প্রতি শাহীনের বাগানবাড়ি সরেজমিনে গিয়ে দেখা যায়, পাকা সড়কের পাশেই বাগানবাড়ির খয়েরি রঙের বিশাল লোহার গেট। গেটের দুই পাশে একাধিক সিসি ক্যামেরা। শুধু গেটেই নয়, বাংলোর চারপাশ ঘিরে রয়েছে শতাধিক সিসি ক্যামেরা। এসব সিসি ক্যামেরায় যুক্তরাষ্ট্রে বসে সার্বক্ষণিক মনিটর করেন আক্তারুজ্জামান শাহীন।

বাংলো পাহারায় জার্মান শেফার্ড

মূল গেট দিয়ে বাংলোর ভেতরে ঢুকতেই পাশে পড়ে আমবাগান। বাগানের তিনটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা তিনটি বিদেশি কুকুর (জার্মান শেফার্ড)। দূর থেকে অপরিচিত কাউকে দেখলেই কুকুর তিনটি ঘেউ ঘেউ করে ডেকে ওঠে। এরপর নিরাপত্তাকর্মীরা সজাগ হন।

আম গাছে বাঁধা তিন অ্যালসেশিয়ানআম গাছে বাঁধা তিনটি অ্যালসেশিয়ান

জার্মান শেফার্ড তেজি, বুদ্ধিমান কুকুর হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। অ্যালসেশিয়ান নামে খ্যাতি আছে। আকারে বেশ বড় এবং হিংস্র এরা। একসময় ভেড়ার পালের পাহারায় এ জাতের কুকুর ব্যবহার হতো। প্রশিক্ষণ দিলে এর মনিবের জন্য জীবন দিতেও পিছপা হয় না। নিরাপত্তাজনিত কাজের জন্য এরা ওস্তাদ। বিভিন্ন বাহিনীর বিশেষ ইউনিটে এদের দেখা যায়। শাহীনের এ অ্যালসেশিয়ানগুলো কীভাবে প্রশিক্ষিত তা অবশ্য জানা যায়নি। তবে সামনাসামনি এর ডাক বলে দিচ্ছিল অপরিচিতি কাউকে সহজে ছাড়ার পাত্র তারা নয়। শাহীন যুক্তরাষ্ট্রে থাকলেও তার বাড়ির পাহারায় অবিচল থাকে এ বিশ্বস্ত তিন রক্ষী।

বাংলোয় বিলাসবহুল জীবনযাপনের ব্যবস্থা

ভেতরের পাকা রাস্তা দিয়ে প্রায় ৩০০ গজ এগোলে দোতলা বাংলো। বাংলোর চতুর্দিক থেকে কাচ দিয়ে ঘেরা। তার পাশে সুইমিংপুল। সুইমিংপুলের পাশে আরেকটি দোতলা ভবন। এ ভবনটিও কাচঘেরা। বাংলোর ভেতরে রয়েছে পুকুর, গরুর খামার। বারবিকিউ পার্টির জন্য রয়েছে আলাদা ব্যবস্থা।

এছাড়া নিরাপত্তাকর্মীদের জন্য রয়েছে ছোট ছোট আলাদা থাকার ঘর। রয়েছে রান্না করার জায়গা। বাংলোবাড়ির মূল গেটের আগে রয়েছে আরেকটি ছোট গেট। সেই গেটের প্রায় ১০০ গজ সামনের লাল ছাউনির নিচে রাখা একটি সাদা রঙের মাইক্রোবাস।

বাড়ির দারোয়ান ও মালিবাড়ির দারোয়ান ও মালি

নিরাপত্তাকর্মীর দেখা

বাড়ির চারদিকে কাঁটাতারবেষ্টিত থাকায় ভেতরে ঢোকার উপায় নেই। গেটে কিংবা আশপাশে কাউকে দেখা যায়নি। বাইরেও দেখা মেলেনি কারও। তবে বাংলোর সামনে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর সাইকেলে করে একজনকে আসতে দেখা যায়। খাবার নিয়ে গেটে ডাকতে শুরু করেন ‘রাজ্জাক ভাই, ও রাজ্জাক ভাই ভাত আনছি, গেট খোলেন’। ডাক শুনে গেট থেকে একটু দূরের ছোট ঘর থেকে বেরিয়ে আসেন প্রায় পঞ্চাশোর্ধ্ব একজন ব্যক্তি।

আরও পড়ুন

জাগো নিউজের এ প্রতিবেদক কথা বলেন তার সঙ্গে। আব্দুর রাজ্জাক জানান, তিনি একজন নিরাপত্তাকর্মী। ৯ হাজার টাকা বেতনে এক বছর ধরে গেটের নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করছেন। আর সাইকেলে আসা ব্যক্তিটির নাম সাজ্জাদ। বাংলোয় মালির কাজ করেন।

আবদুর রাজ্জাক বলেন, ‘বাড়ির মালিক শাহীন মিয়া। থাকেন যুক্তরাষ্ট্রে। মাঝেমধ্যে এ বাংলোয় আসেন। শাহীন বাংলোয় এলে দেশ-বিদেশ থেকে মানুষের আনাগোনা বাড়ে। কেউ যখন আসতো গাড়িতেই আসতো। কালো গাড়িতে কে থাকে আমি বলতে পারতাম না, শাহীনের কথা বললে গেট খুলে দেই। অন্য সময় শাহীনের অনুমতি ছাড়া কেউ বাংলোয় ঢুকতে পারে না। শাহীন অনেক বড়লোক। বাংলোবাড়ি ছাড়াও তার কোটচাঁদপুর ও ঢাকায় বাড়ি রয়েছে। এই বাংলোর সবকিছু সিসি ক্যামেরায় আমেরিকা বসে দেখেন শাহীন।’

২০১৭ সালে বাংলোর জায়গায় ইটভাটা করেন শাহীন

স্থানীয়রা জানান, এলাঙ্গী গ্রামের আসাদুজ্জামানের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে চতুর্থ শাহীন। তার বাবা আড়তদারি ব্যবসা করতেন। তার বড় ছেলে সহিদুজ্জামান সেলিম থাকেন কোটচাঁদপুর শহরের বাজারপাড়ার বাড়িতে। তিনি কোটচাঁদপুর পৌরসভার মেয়র। ব্যবসা করেন। আরেক ছেলে মনিরুজ্জামান মনির ১৯৮৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরে থাকেন, পেশায় ইঞ্জিনিয়ার। মেয়ে খুকু থাকেন কখনো কানাডায় কখনো ঢাকায়। ছোট ছেলে আক্তারুজ্জামান শাহীন থাকেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। তিনি পেশায় ব্যবসায়ী। আরেক মেয়ে এলিন থাকেন ঢাকায়। ২০১৭ সালে দেশে এসে এলাঙ্গী মাঠে বাংলোবাড়ির ওই জায়গায় প্রথমে ইটভাটা স্থাপন করেন শাহীন। লোকসান হওয়ায় তিন বছর পর ভাটা বন্ধ করে দেন।

বাড়ি প্রাঙ্গণে সিসি ক্যামেরাবাড়ির প্রাঙ্গণে সিসি ক্যামেরা

শাহীন কোটচাঁদপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কেএমএইজ কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে লেখাপড়া শেষে জাহাজে চাকরি নেন। চাকরির দুই বছরের মাথায় ডিভি ভিসা পেয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পান। যুক্তরাষ্ট্রের ৩৭৯ ইস্ট সেভেন্থ স্ট্রিট ব্রুকলিন এলাকায় শাহীনের বাড়ি রয়েছে, সেখানকার নাগরিকও তিনি।

শাহীনের অপকর্মের বিষয়ে মুখ খুলছেন ভুক্তভোগীরা

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের পর কোটচাঁদপুরের মানুষ শাহীনের অপকর্মের বিষয়ে মুখ খুলতে শুরু করেছে। এতদিন মানুষ তার নির্যাতন সহ্য করেছে। দেড় বছর আগে কোটচাঁদপুরে দুটি হত্যাকাণ্ডের সঙ্গে শাহীন জড়িত বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।

এলাকাবাসী বলছেন, বাগানবাড়িতে বিভিন্ন সময় নামিদামি অনেক লোক আসা-যাওয়া করেন। রাতে সেখানে মদের আড্ডা আর সুন্দরী মেয়েদের নিয়ে আমোদ-প্রমোদ করা হয়। শাহীন নিজেই এলাকায় সালিশ-দরবার করতেন। সেখানে তার রায়ই চূড়ান্ত হতো। কেউ বিরোধিতা করলে তাকে হয়রানি করার অভিযোগও রয়েছে। তবে শাহীন এতটাই প্রভাবশালী ছিলেন, তার বিরুদ্ধে থানা-পুলিশে অভিযোগ দিয়ে লাভ হতো না। শাহীন গত দেড় দশকে সম্পদের পাহাড় গড়েছেন।

ভিতরে মাইক্রোবাসভিতরে মাইক্রোবাস

জানা যায়, ঝিনাইদহের গেদে সীমান্ত, জীবননগর, মহেশপুর জিন্নানগর, সামান্তা, মাটিলা, যাদবপুর, সামুন্দা বাগাডাঙ্গা, শ্যামকুড় সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালানের সাব-স্টেশন হিসেবে ব্যবহার করা হয় এ বাংলো। পাচারের সোনা এনে জড়ো করা হতো এ বাড়িতেই। পরে কোটচাঁদপুরের কিছু নির্দিষ্ট লোকজন সোনার চালান নিয়ে সীমান্তে চলে যেত। শীর্ষ মাদক কারবারিরাও বাংলোয় যাতায়াত করতেন।

নাম না প্রকাশের শর্তে কোটচাঁদপুরের এক বাসিন্দা জাগো নিউজকে বলেন, ‘শাহীনের ভাই পৌর মেয়র। তার ভাইয়ের পক্ষে নির্বাচন না করায় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে নির্বাচন করায় শাহীনের লোকজন আমার হাতের কব্জিতে চাপাতি দিয়ে আঘাত করে। এতে কব্জির প্রায় অর্ধেক কেটে যায়। শাহীনের ভয়ে মামলা করতেও সাহস পাইনি।’

নায়িকারাও যেতেন শাহীনের বাংলোয়

আক্তারুজ্জামান শাহীনের বাংলোবাড়িতে মাঝে মধ্যে গাড়ি নিয়ে অজ্ঞাতপরিচয় লোকজনকে আসা-যাওয়া করতে দেখেছে গ্রামবাসী। এই তালিকায় ঢাকাই ছবির নায়িকারাও রয়েছেন- এমনটাই জানিয়েছেন গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীরা।

বাংলোর একাংশবাংলোর একাংশ

নাম প্রকাশে অনিচ্ছুক এলাঙ্গী গ্রামের এক বাসিন্দা জাগো নিউজকে বলেন, শাহীন যখন বাংলোয় আসতেন তখন ঢাকা থেকে অনেক নায়িকা আসতেন। তাদের নিয়ে রাতভর গান-বাজনা আর খাওয়া-দাওয়া হতো। সে সময় অনেক রাজনৈতিক ব্যক্তিরা যাতায়াত ছিল।

বাংলোয় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ

বাংলোর চারপাশ ও ভেতরের অন্তত ১০টি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজে চালান পাচার, নায়িকা, রাজনীতিবিদ ও আমলাদের অবাধ যাতায়াতের তথ্য পাওয়া গেছে। যারা ওইসব বাংলোয় আসা-যাওয়া করেন তাদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

পুলিশ সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র থেকে এলে প্রায়ই শাহীন থাকতেন বাংলোয়। তিনি আসার পর মাঝেমধ্যে গাড়িতে করে আসা-যাওয়া করতেন অনেকে। বাংলোয় রয়েছে নিজস্ব বাবুর্চি। রান্না করে চলতো খাওয়া-দাওয়া। রাতে মাঝেমধ্যে শোনা যেত গান-বাজনা।

নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা

এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান জাগো নিউজকে বলেন, ‘আমার নির্বাচনের সময় মানিক নামে একজনকে আক্তারুজ্জামান শাহীন চেয়ারম্যান প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেন। নির্বাচনে তাকে জয়ী করার জন্য শাহীন যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসেন কোটচাঁদপুরে। এরপর সাধারণ মানুষকে টাকা-পয়সা ও ভয়ভীতি দেখিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তবে এলাকার জনগণ শাহীনের প্রার্থী মানিককে ভোট দেয়নি।’

তিনি বলেন, ‘দুই বছর আগে সম্পন্ন হয় বাংলোবাড়ি। ওই এলাকায় বিদ্যুতের লাইন ছিল না। শাহীন প্রভাব বিস্তার করে বিদ্যুৎ অফিসের সঙ্গে যোগাযোগ করে বাংলোবাড়িতে বিদ্যুতের লাইন নেন। বাংলোবাড়িতে সারারাত গান-বাজনা হতো। এতে গ্রামবাসীও অসন্তুষ্ট ছিল। কেউ কোনো প্রতিবাদ করতো না।’

jagonews24পাখির চোখে শাহীনের বাংলোবাড়ি

এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে বেশিদিন থাকতো না শাহীন। বেশিরভাগ সময় ঢাকা ও বাংলোবাড়িতে এসে থাকতেন। তার বাংলোয় নায়িকাসহ অনেক লোকজন আসতো বলে শুনেছি। এছাড়া সোনার ব্যবসার কথা সম্প্রতি শুনেছি। লোকমুখে আরও অনেক অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথাও শোনা যাচ্ছে।’

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জাগো নিউজকে বলেন, ‘আমি এখানে যোগদান করেছি গত ৮-৯ মাস হলো। এই সময়ের মধ্যে শাহীনের বিরুদ্ধে কোনো অভিযোগ থানায় কেউ দেয়নি। আমি নতুন জয়েন করে কোটচাঁদপুর এলাকা ঘুরেছি। ঘুরতে ঘুরতে শাহীনের বাংলোয় একদিন গিয়েছিলাম স্ত্রী-সন্তানসহ। তখন তিন-চারজন কর্মচারী ছিল। তারা চা খেতে দিলো। এ থানায় যোগদানের পরে শাহীনের সঙ্গে আমার একদিন সরাসরি দেখা হয়েছিল।’

ওসি বলেন, ‘শাহীনের সোনার ব্যবসার কোনো তথ্য নেই। সোনা চোরাচালানের অভিযান করতে গিয়ে আমাদের অনেকে হয়রানির স্বীকার হয়েছে। অনেক পুলিশ সদস্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। সোনা ব্যবসায়ীরা অনেক ধূর্ত।’

কারণ হিসেবে ওসি উল্লেখ করেন, ‘এক কেজি সোনাসহ গ্রেফতার হলে তখন আসামিরা মনে করে তারা তো ফেঁসে যাচ্ছে, তখন আসামিরা বলে দুই কেজি সোনা ছিল, এক কেজি পুলিশ গায়েব করে দিয়েছে। যত সোনার মামলায় পুলিশ সদস্যদের শাস্তি হয়েছে সবই এ ধরনের অভিযোগের কারণে।’

কোটচাঁদপুর থানার ওসি আরও বলেন, ‘এমপি হত্যাকাণ্ডের ঘটনা কেন্দ্র করে কেউ যেন কোনো অপ্রীতিকর পরিস্থিত সৃষ্টি করতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

টিটি/এএসএ/জিকেএস

টাইমলাইন

  1. ০৬:৩২ পিএম, ১৩ জুলাই ২০২৪ আসামিরা জবানবন্দি প্রত্যাহার করলেও তদন্ত বাধাগ্রস্ত হবে না: হারুন
  2. ০৬:০৮ পিএম, ০৬ জুলাই ২০২৪ ডিএনএর জন্য চিঠি এসেছে, স্যাম্পল দিতে শিগগির কলকাতায় যাবো: ডরিন
  3. ০৭:৪১ পিএম, ০৫ জুলাই ২০২৪ চাপাতি-ক্লোরোফর্ম সরবরাহকারী শাহীনের এপিএস পিন্টু নজরদারিতে
  4. ০৪:২৯ পিএম, ০৪ জুলাই ২০২৪ এমপি আনার হত্যা: গ্যাস বাবুসহ তিনজনের জবানবন্দি প্রত্যাহারে আবেদন
  5. ০৪:০৮ পিএম, ০৪ জুলাই ২০২৪ এমপি আনার হত্যা নিয়ে ভিডিও বার্তায় যা বললেন ডিবিপ্রধান
  6. ০৩:২৪ পিএম, ২৭ জুন ২০২৪ এমপি আনার হত্যা: ৬ দিনের রিমান্ডে ফয়সাল-মোস্তাফিজুর
  7. ০৫:১২ পিএম, ২৬ জুন ২০২৪ খাগড়াছড়ির দুর্গম পাহাড় থেকে দুই আসামি গ্রেফতার
  8. ০৬:১৮ পিএম, ২৪ জুন ২০২৪ গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহে মোবাইল ফোন উদ্ধার অভিযান চালাবে ডিবি
  9. ০২:৫৭ পিএম, ১৬ জুন ২০২৪ এমপি আনার হত্যায় সামনে আসছে রাজনৈতিক দ্বন্দ্ব
  10. ০৪:১৪ পিএম, ১৫ জুন ২০২৪ চাপ নেই, পুলিশকে স্বাধীনভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে
  11. ০৯:৪১ এএম, ১৫ জুন ২০২৪ এমপি আনারের আসনে নৌকার টিকিট পেতে দৌড়ঝাঁপ
  12. ০৮:০৪ পিএম, ১৩ জুন ২০২৪ সংসদ নির্বাচনে মনোনয়ন চাওয়াটাই কাল হয়েছে, দাবি মিন্টুর
  13. ০৫:১১ পিএম, ১৩ জুন ২০২৪ মিন্টুকে জিজ্ঞাসাবাদে বিভিন্ন বিষয় জানতে চাওয়া হবে: হারুন
  14. ০৩:২১ পিএম, ১৩ জুন ২০২৪ আওয়ামী লীগ নেতা মিন্টু ৮ দিনের রিমান্ডে
  15. ০২:০৮ পিএম, ১৩ জুন ২০২৪ আদালতে আওয়ামী লীগ নেতা মিন্টু, ১০ দিনের রিমান্ড আবেদন
  16. ০১:৫৯ পিএম, ১৩ জুন ২০২৪ সাইদুল করিম মিন্টুকে গ্রেফতার দেখালো ডিবি
  17. ০৬:১৮ পিএম, ১১ জুন ২০২৪ ভবিষ্যতে রাজনীতি করবো: ডরিন
  18. ১২:৫৫ পিএম, ১১ জুন ২০২৪ এমপি আনার চোরাচালানে যুক্ত ছিল, কখনোই বলিনি: স্বরাষ্ট্রমন্ত্রী
  19. ০৪:৫৯ পিএম, ১০ জুন ২০২৪ শিমুল ভূঁইয়া-তানভীরের জামিন নামঞ্জুর
  20. ০৪:৫৫ পিএম, ১০ জুন ২০২৪ আনারের মরদেহ শনাক্ত হলে অনেক কিছুই প্রকাশ করতে পারবো
  21. ০৩:২৮ পিএম, ১০ জুন ২০২৪ সঞ্জীবা গার্ডেনসের সেপটিক ট্যাংকে পাওয়া মাংসের টুকরো মানুষের
  22. ১২:২৮ পিএম, ১০ জুন ২০২৪ শাহীন যুক্তরাষ্ট্রে, বাংলোবাড়ির পাহারায় জার্মান শেফার্ড
  23. ০৪:৪৫ পিএম, ০৯ জুন ২০২৪ এমপি আজীম হত্যার বিচার কোন দেশে?
  24. ১১:৩৫ এএম, ০৯ জুন ২০২৪ কলকাতার বাগজোলা খাল থেকে হাড় উদ্ধার
  25. ০৩:৫৯ পিএম, ০৮ জুন ২০২৪ ১৪ দিনের সিআইডি হেফাজতে সিয়াম
  26. ১২:২২ পিএম, ০৭ জুন ২০২৪ নেপালে গ্রেফতার সিয়ামকে জিজ্ঞাসাবাদ করছে কলকাতার সিআইডি
  27. ০৮:১৩ পিএম, ০৫ জুন ২০২৪ এমপি আনারকে হত্যার পর হাড়-মাংস আলাদা করেন শিমুল ভূঁইয়া
  28. ০৫:৫৯ পিএম, ০৫ জুন ২০২৪ ডিএনএ টেস্ট ছাড়া বলা যাবে না মরদেহের খণ্ডাংশ এমপি আনারের
  29. ০৫:৫২ পিএম, ০৫ জুন ২০২৪ এমপি আনার হত্যা: সিলিস্তি, তানভীরের পর শিমুলের দায় স্বীকার
  30. ০৭:৩১ পিএম, ০৪ জুন ২০২৪ এমপি আনারকে প্রলুব্ধ করে কলকাতায় নিয়ে যান তানভীর
  31. ০৬:০৬ পিএম, ০৪ জুন ২০২৪ যুক্তরাষ্ট্র থেকে শাহীনকেও ফিরিয়ে আনার ব্যবস্থা করবো
  32. ০৯:১৮ পিএম, ০৩ জুন ২০২৪ এবার নৌ ও উপকূলরক্ষী বাহিনীর অভিযানেও মিললো না দেহাংশ
  33. ০৭:৪৮ পিএম, ০৩ জুন ২০২৪ এমপি আনার হত্যা: দায় স্বীকার করে সিলিস্তির জবানবন্দি
  34. ০৭:৪১ পিএম, ০৩ জুন ২০২৪ আক্তারুজ্জামানসহ ১০ জনের ব্যাংক হিসাবের তথ্য দিতে নির্দেশ
  35. ০৪:৪৪ পিএম, ০৩ জুন ২০২৪ দেহাংশ খুঁজতে সাহায্য নেওয়া হবে ভারতীয় নৌ-উপকূলরক্ষী বাহিনীর
  36. ০৭:৫৬ পিএম, ০১ জুন ২০২৪ এমপি আনার হত্যা মামলার তদন্ত করবে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী
  37. ০২:০৭ এএম, ০১ জুন ২০২৪ এমপি আনার হত্যা: এবার নেপাল যাচ্ছেন ডিবিপ্রধান হারুন
  38. ০৪:৩৯ পিএম, ৩১ মে ২০২৪ সিয়ামের খোঁজে নেপাল যাচ্ছে সিআইডির বিশেষ দল
  39. ০৪:১৬ পিএম, ৩১ মে ২০২৪ এমপি আনারকে কলকাতায় রিসিভের দায়িত্বে ছিলেন সিলিস্তি
  40. ০২:৫৫ পিএম, ৩১ মে ২০২৪ এমপি আনার হত্যা: তিন আসামি এবার ৫ দিনের রিমান্ডে
  41. ০৭:১৭ পিএম, ৩০ মে ২০২৪ কলকাতায় আসার উদ্দেশ্য শতভাগ সফল: ডিবিপ্রধান
  42. ০৬:২০ পিএম, ৩০ মে ২০২৪ আনুষ্ঠানিক চিঠি দিয়ে মাংসের নমুনা দেশে আনা হবে
  43. ০৮:৩০ এএম, ৩০ মে ২০২৪ এমপি আনারের ‘হত্যা’ প্রমাণ না হলে মামলার ভবিষ্যৎ কী?
  44. ১০:৫৬ পিএম, ২৯ মে ২০২৪ কলকাতা থেকে দেশে ফিরছে ডিবির প্রতিনিধি দল
  45. ০২:৩৯ পিএম, ২৯ মে ২০২৪ যুক্তরাষ্ট্র থেকে শাহীনকে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করা হবে
  46. ০৯:০৭ পিএম, ২৮ মে ২০২৪ পুলিশ ডাকলে ডিএনএ স্যাম্পল দিতে কলকাতা যাবো
  47. ০৮:২৫ পিএম, ২৮ মে ২০২৪ ফরেনসিক টেস্ট ছাড়া বলা যাবে না উদ্ধার দেহাংশ এমপি আনারের
  48. ০৭:৩৩ পিএম, ২৮ মে ২০২৪ সঞ্জীবা গার্ডেনসের সেপটিক ট্যাংক থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার
  49. ০৭:০৭ পিএম, ২৮ মে ২০২৪ আশা করি কিছু পাবো, আনারের মরদেহ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী
  50. ০৪:৩৬ পিএম, ২৮ মে ২০২৪ দেহাংশ খুঁজতে ভাঙা হবে সঞ্জীবা গার্ডেনসের স্যুয়ারেজ লাইন
  51. ০৩:৪২ পিএম, ২৮ মে ২০২৪ মরদেহ না পেলেও মামলা নিষ্পত্তি কষ্টকর হবে না: ডিবিপ্রধান
  52. ০৩:০২ পিএম, ২৮ মে ২০২৪ শাহীন-সিয়ামকে ফেরাতে ইন্টারপোলে চিঠি দিলো পুলিশ
  53. ০১:৩১ পিএম, ২৮ মে ২০২৪ তদন্তের স্বার্থে সব কিছু বলা যাচ্ছে না: ডিবিপ্রধান
  54. ০৯:১৬ পিএম, ২৭ মে ২০২৪ মরদেহের টুকরো পাবলিক টয়লেটে নিয়ে হস্তান্তর করা হয়
  55. ০৫:০১ পিএম, ২৭ মে ২০২৪ ‘সভ্য সমাজে এত নিষ্ঠুর হত্যাকাণ্ড হতে পারে না’
  56. ০৪:১১ পিএম, ২৭ মে ২০২৪ সেই ফ্ল্যাটে জিহাদ-শিমুলের ভিডিও কল, দেখালেন হত্যাকাণ্ডের স্থান
  57. ০৪:১৭ পিএম, ২৬ মে ২০২৪ এমপি আনারের আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা!
  58. ০২:৫৮ পিএম, ২৬ মে ২০২৪ বাগজোলা খালে এমপি আনারের দেহাংশ পাওয়া কঠিন, বলছেন স্থানীয়রা
  59. ১২:০৮ পিএম, ২৬ মে ২০২৪ এমপি আনার হত্যা তদন্তে কলকাতায় ডিবির প্রতিনিধিদল
  60. ০৪:৩৭ পিএম, ২৫ মে ২০২৪ তিনবারের চেষ্টায় আনারকে খুন, পরিকল্পনা ছিল টাকা আদায়: ডিবিপ্রধান
  61. ০৩:৩৯ পিএম, ২৫ মে ২০২৪ শাহীনকে দ্রুত আইনের আওতায় আনা হোক: এমপিকন্যা ডরিন
  62. ০৩:২১ পিএম, ২৫ মে ২০২৪ খালে জাল ফেলেও মেলেনি এমপি আনারের দেহাংশ
  63. ০৩:০০ পিএম, ২৫ মে ২০২৪ এলাকা ছাড়ার পর স্ত্রী-সন্তানের সঙ্গে যোগাযোগ ছিল না কসাই জিহাদের
  64. ০২:৩২ পিএম, ২৫ মে ২০২৪ হারুনের নেতৃত্বে এমপি আনারের খুনের তদন্তে ভারত যাবে ডিবি
  65. ০১:৩১ পিএম, ২৫ মে ২০২৪ এমপি আনারের মরদেহের খোঁজে ফের তল্লাশি শুরু
  66. ১০:২৩ এএম, ২৫ মে ২০২৪ এমপি আনোয়ারুলের মরদেহ ঘিরে ‘মদের’ আসর বসায় হত্যাকারীরা
  67. ০১:২০ এএম, ২৫ মে ২০২৪ এমপি আনোয়ারুলের লাশের টুকরোর সন্ধানে জোর তল্লাশি
  68. ০৮:৪৩ পিএম, ২৪ মে ২০২৪ এমপি আনোয়ারুলের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল শিমুলের
  69. ০৫:০৬ পিএম, ২৪ মে ২০২৪ বাবাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে চান এমপিকন্যা ডরিন
  70. ০৩:৪৩ পিএম, ২৪ মে ২০২৪ এমপি আনার হত্যা: তিন আসামি ৮ দিনের রিমান্ডে
  71. ০২:৫৩ পিএম, ২৪ মে ২০২৪ তিন আসামিকে হাজির করা হয়েছে আদালতে
  72. ০৮:৩৭ এএম, ২৪ মে ২০২৪ এমপি আনোয়ারুল হত্যায় গ্রেফতার সিয়ামই কসাই জিহাদ
  73. ০৬:০১ এএম, ২৪ মে ২০২৪ এমপিকে হত্যা করতে ফয়সাল-মোস্তাফিজুরের পাসপোর্ট করা হয় এপ্রিলে
  74. ০১:০৭ এএম, ২৪ মে ২০২৪ আনোয়ারুল হত্যা: সিলিস্তি-আমানসহ তিনজন গ্রেফতার
  75. ১১:৩১ পিএম, ২৩ মে ২০২৪ এমপি আনোয়ারুলের সন্দেহভাজন ৪ খুনির আখ্যান
  76. ১০:২৯ পিএম, ২৩ মে ২০২৪ মাস্টারমাইন্ড শাহীনের বাগানবাড়িতে মাঝরাতে বাজতো গান, ঢুকতো গাড়ি
  77. ০৯:৫৬ পিএম, ২৩ মে ২০২৪ এমপি আনারের মরদেহ শিগগির উদ্ধার করবে ভারতীয় পুলিশ
  78. ০৮:৩০ পিএম, ২৩ মে ২০২৪ ডিবির সঙ্গে বৈঠকে ভারতীয় পুলিশ, জিজ্ঞাসাবাদ করবে গ্রেফতারদের
  79. ০৮:২২ পিএম, ২৩ মে ২০২৪ এমপি আনার হত্যার রহস্য উদ্ঘাটনে একসঙ্গে কাজ করছে দু’দেশ
  80. ০৭:১২ পিএম, ২৩ মে ২০২৪ কলকাতা পুলিশের স্পেশাল টিম ঢাকায়, ভারত যাবে বাংলাদেশের ডিবি টিমও
  81. ০৬:৩৩ পিএম, ২৩ মে ২০২৪ এমপি আনার হত্যা তদন্তে একসঙ্গে কাজ করবে দুদেশের পুলিশ
  82. ০৫:৪৪ পিএম, ২৩ মে ২০২৪ খুলনার চরমপন্থি নেতা শিমুল যেভাবে হয়ে ওঠেন আমানুল্লাহ
  83. ০৪:৩৮ পিএম, ২৩ মে ২০২৪ এমপি আনোয়ারুল খুনের রোমহর্ষক বর্ণনা দিলেন ডিবিপ্রধান
  84. ০৪:০৬ পিএম, ২৩ মে ২০২৪ এমপি আনারের মরদেহ গুমে ব্যবহৃত গাড়ি জব্দ, চালক গ্রেফতার
  85. ০৩:৪৭ পিএম, ২৩ মে ২০২৪ এমপি আনারের মরদেহ গুম করা সিয়াম কলকাতায় গ্রেফতার
  86. ০৩:৩৯ পিএম, ২৩ মে ২০২৪ এমপি আনারের হত্যাকারীরা প্রায় চিহ্নিত, শুধু ঘোষণা বাকি
  87. ০৩:১৮ পিএম, ২৩ মে ২০২৪ এমপি আনোয়ারুল হত্যা: ৪ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ
  88. ১১:৪৫ এএম, ২৩ মে ২০২৪ ঢাকায় আসছে ভারতীয় পুলিশের স্পেশাল টিম
  89. ১১:৩৫ এএম, ২৩ মে ২০২৪ এমপি আনোয়ারুল খুনে ‘হানিট্র্যাপ’, কে এই নারী?
  90. ০২:০২ এএম, ২৩ মে ২০২৪ এমপির মরদেহ টুকরো করে রাখা হয় ফ্রিজে, ফেলা হয় ট্রলিব্যাগে করে
  91. ১২:৪৮ এএম, ২৩ মে ২০২৪ ৫ কোটি টাকা চুক্তিতে এমপি আনোয়ারুল খুন, পরিকল্পনা বন্ধুর
  92. ১০:১৫ পিএম, ২২ মে ২০২৪ এমপি আনোয়ারুল খুনের নেপথ্যে ব্যবসা না রাজনীতি?
  93. ০৯:৫৯ পিএম, ২২ মে ২০২৪ মামলার এজাহারে যা বললেন এমপি কন্যা ডরিন
  94. ০৯:৫০ পিএম, ২২ মে ২০২৪ বিপদে-আপদে মানুষের কাছে ছুটে যেতেন এমপি আনার, মিশতেন বন্ধুর মতো
  95. ০৮:১০ পিএম, ২২ মে ২০২৪ কলকাতায় আনোয়ারুল আজীম খুন, ঢাকায় মামলা করলেন মেয়ে