ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নবাবপুরে নকল ফ্যান উৎপাদন, দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৩ এএম, ০৬ জুন ২০২৪

রাজধানীর নবাবপুরে নামিদামি ব্র্যান্ডের অনুকরণে নকল ফ্যান উৎপাদন ও বিপণন করার দায়ে একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৫ জুন) নবাবপুর রোডের আলী আহম্মদ ইলেকট্রনিক মার্কেটে অবস্থিত মেসার্স গ্লোবাল ট্রেডিংয়ে অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।

অভিযানকালে দেখা যায়, মেসার্স গ্লোবাল ট্রেডিং এক বছর ধরে দেশের একটি স্বনামধন্য ব্র্যান্ডের অনুকরণে কাছাকাছি নাম দিয়ে ফ্যান উৎপাদন ও বিপণন করে আসছে।

এ সময় দোকানের স্বত্বাধিকারী আবুল হাসেম স্বেচ্ছায় দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে আর নকলপণ্য উৎপাদন ও বিপণন করবেন না মর্মে মুচলেকা/অঙ্গীকারনামা প্রদান করেন।

পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় বিধি মোতাবেক জনস্বার্থে তাকে দেড় লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এনএইচ/ইএ