ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঘুমন্ত স্ত্রী-সন্তানের ওপর পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০২:১৭ এএম, ০৬ জুন ২০২৪

গোপালগঞ্জের মুকসুদপুরে ঘুমন্ত স্ত্রী ও সন্তানের গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নেশাগ্রস্ত স্বামীর বিরুদ্ধে।

এ ঘটনায় দগ্ধ হেলেনা আক্তার (৩৬) ও তার ছেলে অন্তরকে (১৩) বুধবার (৫ জুন) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৪ জুন) দিনগত রাত ১টার দিকে তাদের গায়ে আগুন দেওয়া হয় বলে ভুক্তভোগী হেলেনার ভাই ইমরান হোসেন অভিযোগ করেন।

ইমরানের অভিযোগ, স্বামী ওসমান নেশাগ্রস্ত হওয়ায় হেলেনা বাবার বাড়ি মুকসুদপুরের ডুমুরিয়া গ্রামে চলে যান। মঙ্গলবার রাতে ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন হেলেনা। রাত ১টার দিকে হেলেনার স্বামী প্রথমে জানালা দিয়ে তাদের ওপর পেট্রোল ছুড়ে মারেন। এরপর আগুন দিয়ে পালিয়ে যান। এ সময় তাদের চিৎকারে সবাই এগিয়ে যান। পরে তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢামেকে আনা হয়।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি মুকসুদপুর থানার ডুমুরিয়া গ্রামে। তাদের বাবার নাম চুন্নু সেখ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হেলেনা ও তার সন্তানকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে হেলেনার মুখসহ শরীরের বিভিন্ন জায়গা দগ্ধ হয়েছে। আর তার ছেলের হাত-পাসহ শরীরে বিভিন্ন জায়গা দগ্ধ হয়েছে। দুজনই শঙ্কামুক্ত নন বলে চিকিৎসক জানিয়েছেন।

কাজী আল-আমিন/ইএ