ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকার সিটিবাসে স্মার্ট কার্ডে ভাড়া আদায়ের দাবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৩১ পিএম, ০৪ জুন ২০২৪

অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে ঢাকার সিটিবাসে স্মার্ট কার্ডে ভাড়া আদায়ের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন দাবি করে যাত্রী অধিকার সুরক্ষায় সোচ্চার এ সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, বাস মালিকদের পক্ষ থেকে যাত্রী বান্ধব ই-টিকিটিং প্রকল্প চালু হওয়ার পর যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছিল। যাত্রী কল্যাণ সমিতি মনে করেছিলেন, সরকারি-বেসরকারি নানা মহলের তীব্র সমালোচনার মুখে বাস মালিক সমিতি বোধোদয় হয়েছে। ধীরে ধীরে যাত্রীসেবায় মনোযোগী হবে।

সেসময়ে যাত্রী কল্যাণ সমিতি বলেছিল, পরিবহন খাতে দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যা সমাধানের পাশাপাশি এ খাতের আমূল সংস্কার করা না গেলে ই-টিকিটিং সিস্টেম এক সময় মুখ থুবড়ে পড়বে। সবার আগে পরিবহনে চাঁদাবাজি বন্ধ করা, চালকের হাতে দৈনিক জমার চুক্তিতে বাস ইজারা দেওয়া বন্ধ করা। বাস ভাড়া নির্ধারণের শর্তানুযায়ী চালক-সহকারীর বেতন ও ঈদ বোনাস দেওয়া।

দীর্ঘদিনের এহেন পুঞ্জিভূত সমস্যার সমাধান না করে যেকোনো বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত সংস্কার টেকসই হবে না বলেও যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে বলা হয়েছিল। কিন্তু সরকার বা বাস মালিক সমিতির কেউ এ বিষয়ে কর্ণপাত না করায় যাত্রী বান্ধব ই-টিকিটিং প্রকল্পের অপমৃত্যু ঘটতে যাচ্ছে বলে অভিযোগ সংগঠনটির।

বিবৃতিতে আরও দাবি করা হয়, পুরনো বাস চলাচল বন্ধ করে সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট গণপরিবহন ব্যবস্থা চালুর দাবি জানায় সংগঠনটি। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে গণপরিবহনে নগদ অর্থ লেনদেন বন্ধ করে স্মার্ট কার্ডে ভাড়া আদায়ের দাবি জানানো হয়।

এমএমএ/এমএএইচ/এএসএম