ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এবার মঙ্গোলিয়ার সঙ্গে হচ্ছে ভিসা অব্যাহতি চুক্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০২ পিএম, ০৩ জুন ২০২৪

এবার মঙ্গোলিয়ার সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি করছে বাংলাদেশ। এ চুক্তির আওতায় দুই দেশ ভ্রমণে দুই দেশের কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা লাগবে না।

বাংলাদেশ ও মঙ্গোলিয়া সরকারের মধ্যে মিউচ্যুয়াল এক্সামশন অব ভিসা রিকয়ারমেন্টস চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ খসড়ার অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, সুরক্ষা ও সেবা বিভাগ থেকে প্রস্তাব করা হয়েছিল। ২৯টি দেশের সঙ্গে এ রকম চুক্তি আছে। এটি নিয়ে আজকে ৩০টি হলো।

তিনি বলেন, যারা ডিপ্ল্যোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্টের অধিকারী হবেন তারা ভিসা ছাড়াই ৩০ দিন পরস্পর দেশে ভ্রমণ করতে পারবেন।

আরএমএম/এমকেআর/এএসএম