ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে গেছে জাহাজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪২ পিএম, ২৮ মে ২০২৪

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল এলাকায় মাঝনদীতে আটকে গেছে একটি কার্গো জাহাজ।

মঙ্গলবার (২৮ মে) দুপুর ১টার দিকে বহির্নোঙর থেকে বন্দর জেটিতে আসার সময় জাহাজটি বয়ায় (নদীর মাঝে জাহাজ বাঁধার জায়গা) আটকে যায়।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানিয়েছেন, জাহাজটিকে উদ্ধারের জন্য দুটি টাগবোট পাঠানো হয়েছে।

এর আগে ঘূর্ণিঝড় রিমালের কারণে রোববার রাতে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। তবে সোমবার বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হলেও কোনো জাহাজ ভিড়তে পারেনি।

আজ সকাল থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় বন্দর জেটিতে জাহাজ আসতে শুরু করে। কিন্তু দুপুর ১টার দিকে কসকো শিপিংয়ের জাহাজটি বন্দরে প্রবেশের সময় বয়ায় আটকে যায়।

চীনের পতাকাবাহী জাহাজটির নাম ‘শি জি ফেং’। জাহাজটি ২৫ হাজার টন স্টিলের কয়েল পরিবহন করছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জেটির ক্ষতি এড়াতে বন্দরের প্রধান জেটি থেকে সমুদ্রের দিকে পাঠানো ১৯টি জাহাজের মধ্যে ‘শি জি ফেং’ অন্যতম।

মঙ্গলবার সকালে সেগুলো ফিরিয়ে আনা শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। পথে স্টিয়ারিং বিকল হয়ে জাহাজটি বয়ার সঙ্গে আটকে যায়।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল থেকে এ পর্যন্ত মোট ১১টি জাহাজ বন্দর জেটিতে এসেছে।

এএজেড/জেডএইচ/এমএস