ফুসফুস ক্যান্সারে আক্রান্ত সৈয়দ শামসুল হক
ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। যুক্তরাজ্যের লন্ডনে আগামী মঙ্গলবার থেকে তার চিকিৎসা শুরু হবে। এজন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মুহাম্মদ সামাদ। তিনি জানান, গত মঙ্গলবার লন্ডনের জাতীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের (এনএইচএস) নিয়মিত চিকিৎসকের (জিপি) পরীক্ষায় সৈয়দ শামসুল হকের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। আগামী মঙ্গলবার থেকে লন্ডনের রয়্যাল মার্সডেন হাসপাতালে তার চিকিৎসা শুরু হওয়ার কথা রয়েছে।
বর্তমানে স্ত্রী কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হককে নিয়ে কবি লন্ডনে তার মেয়ের বাসায় অবস্থান করছেন।
প্রসঙ্গত, সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। দেশের অন্যতম প্রধান এ সাহিত্যিক মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমী পুরস্কার পান।
এসকেডি/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ