ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঘূর্ণিঝড় রিমাল: উত্তর সিটির কর্মকর্তাদের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৪০ পিএম, ২৬ মে ২০২৪

ঘূর্ণিঝড় ‘রিমাল’ মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট অফিসারদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে দ্রুত পানি নিষ্কাশনে একটি টিম প্রস্তুত করা হয়েছে।

রোববার বিকেলে (২৬ মে) গুলশান নগর ভবনে এক জরুরি সভায় এই নির্দেশনা দেন মেয়র মো. আতিকুল ইসলাম।

মেয়রের নির্দেশনায় আরও রয়েছে- ঝড়ে কোথাও কোনো গাছ পড়ে রাস্তা ব্লক হলে দ্রুত সময়ের মধ্যে অপসারণ, জরুরি প্রয়োজনে হটলাইন নম্বর ১৬১০৬ যোগাযোগ করতে নগরবাসীকে আহ্বান জানিয়েছেন মেয়র।

ডিএনসিসি মেয়র বলেন, নগরবাসীর দুর্ভোগ যেন না হয় সেজন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মচারীকে সচেষ্ট থাকতে হবে। বিশেষ করে প্রকৌশল বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণ করবে।

এমএমএ/জেডএইচ/