ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বছরে রেলের ক্ষতি ৮শ কোটি টাকা

প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২১ এপ্রিল ২০১৬

বাংলাদেশ রেলওয়ে প্রতিবছর প্রায় ৮০০ কোটি টাকা করে লোকসান করছে। এজন্য ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। আর এই লোকসান ক্রমান্বয়ে কমিয়ে আনার জন্য রেলের ভাড়া বৃদ্ধির পাশাপাশি মালামাল পরিবহন করে আয়ের পথ তৈরির পরামর্শ দেয়া হয়েছে। একই সাথে যাত্রীসেবার মান বৃদ্ধি ও যাত্রী নিরাপত্তা ব্যবস্থা উন্নত করারও সুপারিশ করেছে কমিটি।

জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. তাজুল ইসলাম এবং সামশুল হক চৌধুরী অংশ নেন।

এইচএস/এনএফ/এবিএস