ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জাল ভোট দেওয়ায় আটক এক

হাটহাজারীতে দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২১ মে ২০২৪

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে চট্টগ্রামের হাটহাজারীতে একটি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেছেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।

মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা পি পি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী রাশেদুল আলম ও ঘোড়া প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন নোমানের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এসময় কেন্দ্রের বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছে।

আরও পড়ুন

এদিকে হাটহাজারী উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টাকালে একজনকে আটক করেছে পুলিশ। উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান ওই এলাকার বাসিন্দা।

এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার পলাশ বিশ্বাস বলেন, আটক ব্যক্তি কেন্দ্রের কয়েকটি বুথে সকাল থেকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিরেন। পরে একটি বুথে ঢুকে অন্যের ভোট দেওয়ার চেষ্টাকালে একজন পোলিং অফিসার তাকে জাল ভোটার হিসেবে শনাক্ত করেন। এরপর তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এএজেড/ইএ/এএসএম