কর্ণফুলী নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুদিন পর চট্টগ্রামের কর্ণফুলীর বাংলাবাজার ঘাট থেকে শ্রমিক মোহাম্মদ শফির (৩৫) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
নিখোঁজ শফি কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহছেন আলী পাড়ার কোরবান আলীর ছেলে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ১০ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার (১৫ মে) দুপুর ২ টায় কর্ণফুলী নদীতে থাকা এফভি মায়া ৩ নামে একটি জাহাজে মাছ খালাসের কাজ করার সময় নদীতে পড়ে যান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, ‘নিখোঁজ শফি মূলত জাহাজ থেকে মাছ খালাসের কাজ করতেন। পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, তিনি মৃগীরোগী ছিলেন। বুধবার তিনি জাহাজ থেকে মাছ খালাস করতে গিয়ে নদীতে পড়ে যান। তখন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ বাংলাবাজার ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।’
এএজেড/এমএএইচ/জিকেএস
বিজ্ঞাপন
সর্বশেষ - জাতীয়
- ১ প্রযুক্তি সবার জন্য মুক্ত করে দিতে চাই: বিডার নির্বাহী পরিচালক
- ২ বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেলো স্টারলিংক
- ৩ বিনিয়োগ সম্মেলনে নিজেদের ‘বিনিয়োগ পরিকল্পনা’ জানাবে ৩ দল
- ৪ ছুটি শেষে কাজে ফিরেছে মানুষ, গণপরিবহন বাড়লেও যানজটের ভোগান্তি নেই
- ৫ বিনিয়োগ সম্মেলনে সম্মাননা পুরস্কার পাচ্ছেন ৫ ব্যক্তি-প্রতিষ্ঠান