ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নির্বাচনী কর্মকর্তার ওপর হামলার ঘটনায় ১০ জন গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ১১ মে ২০২৪

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসি জানায়, ইসি কর্মকর্তাকে আহত করার ঘটনায় বরিশালের বাকেরগঞ্জ থানায় মামলা করা হয়। এ মামলায় মোট ১০ জনকে গ্রেফতার করা হয়।

আসামিরা হচ্ছে মো. মিজানুর রহমান গাজী, সিফাত হাওলাদার, মো. সেলিম, শরিফ আনোয়ারুল কবির, সজীব হাওলাদার, আবুল বাশার বাচ্চু, মো. জিলান হাওলাদার, রাকিব খান, মো. রিফাত হাওলাদার এবং ইমরুল হাসান লিমন।

তারা সবাই বাকেরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের (তালা প্রতীক) এজেন্ট বলে জানা গেছে।

এমওএস/এমআইএইচএস/এএসএম