ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হালদায় ডিম ছাড়ছে মা মাছ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৭ মে ২০২৪

মিঠাপানির প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে কার্পজাতীয় (রুই, কাতলা, মৃগেল ও কালবাউস) মা মাছ ডিম ছাড়তে শুরু করেছে।

মঙ্গলবার (৭ মে) সকাল থেকে হালদা নদীর রাউজান অংশের মইশকরম এলাকার জেলেরা নমুনা ডিম পেয়েছেন।

হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনজুরুল কিবরিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

তিনি বলেন, ‘এখন পর্যন্ত মা মাছ যা ডিম দিয়েছে তা আমরা নমুনা হিসেবে শনাক্ত করেছি। আশা করা হচ্ছে বজ্রসহ বৃষ্টি হলে বিকেল থেকে সন্ধ্যা নাগাদ মা মাছ পুরোদমে ডিম দেবে।’

জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ৬টার দিকে ভাটা শেষে হালদা নদীর রাউজান অংশের মইশকরম এলাকার চইল্যাখালি অংশে জেলেরা ডিম সংগ্রহ করেন। তবে এখনো পুরোদমে নদীতে ডিম ছাড়েনি মা মাছ।

এএজেড/ইএ/জিকেএস