২৯ অক্টোবর বাসে আগুন দিয়ে মানুষ মারার ঘটনায় আসামি গ্রেফতার
রাজধানীর ডেমরায় অছিম পরিবহনের বাসে আগুন দিয়ে মানুষ মারার ঘটনায় আসামিদের গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
তিনি বলেন, গত বছরের ২৯ অক্টোবর ডেমরায় অছিম পরিবহনে আগুন দিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারে দুর্বৃত্তরা।
এ ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ ও বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জড়িতদের গ্রেফতার করা হয়। এছাড়া আসামিদের ব্যবহৃত গাড়িও জব্দ করা হয়েছে।
এ বিষয়ে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান ডিসি ফারুক।
টিটি/জেডএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ ১৮ বছর পর দেশে ফিরলেন রবিউল, বাবাকে ছুঁয়ে দেখলো তিন সন্তান
- ২ গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসা জরুরি
- ৩ সাবেক মুখ্যসচিব তোফাজ্জলের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে
- ৪ পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পটে রূপ দিতে চাই
- ৫ সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র: জাতীয় নাগরিক কমিটি