ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ
নগরীর নালা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) নগরীর জিইসি মোড় থেকে ওআর নিজাম রোডে এ অভিযান চলানো জয়।
অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। এসময় ৩ ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, জিইসি মোড় থেকে ওআর নিজাম রোড এলাকায় রাস্তার দুই পাশে নালা ও ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়েছে। তাছাড়া ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম