ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কালোবাজারি প্রতিহত করা হবে : রেলমন্ত্রী

প্রকাশিত: ০৭:১০ এএম, ২০ জুলাই ২০১৪

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে কমলাপুর রেলস্টেশনে রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, যেখানে কালোবাজারি পাওয়া যাবে সেখানেই তা প্রতিহত করা হবে। এছাড়া শুধু তাই নয় নিয়মিত যাতায়াতকারী ইঞ্জিনগুলোর সাথে প্রয়োজন অনুযায়ী সংযুক্ত করার জন্য ১৬৬ টি বগিও প্রস্তুত রাখা হচ্ছে।

রেলমন্ত্রী আরও বলেন, কমলাপুর রেলস্টেশনে আজ থেকে ২৪ জুলাই পর্যন্ত দৈনিক ষাট হাজার টিকেট বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও ঈদ উপলক্ষ্যে যাতায়াতের সময় অতিরিক্ত যাত্রী সামাল দেওয়ার জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রোববার সকাল ৯টা থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। তাই রোববার সকাল ১১ টার দিকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির পরিস্থিতি পর্যবেক্ষণ করতে কমলাপুর যান মন্ত্রী।